স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ০৩:২৫ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দলের নেতৃত্বে থাকছেন টম ল্যাথাম। তবে থাকছেন না কেন উইলিয়ামসন ও মাইকেল ব্রেসওয়েল। দুজনই অনুপস্থিত থাকবেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার কারণে।
উইলিয়ামসন খেলবেন ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেক্স ও ‘দ্য হানড্রেড’-এর লন্ডন স্পিরিটে। আর ব্রেসওয়েল এখনই খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এমআই নিউ ইয়র্কের হয়ে, এরপর ‘দ্য হানড্রেড’-এ খেলবেন সাদার্ন ব্রেভের হয়ে, যেখানে তিনি ২ লাখ পাউন্ডে দল পেয়েছেন।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, উইলিয়ামসন ও ব্রেসওয়েল দুজনই চুক্তির সময় এনজেডসিকে জানিয়ে রেখেছিলেন যে এই সফরের জন্য তাদের পাওয়া যাবেন না। ওয়াল্টার বলেন, “এই টেস্টগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, এটাও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।”
দলে নেই আরও দুই পেসার- কাইল জেমিসন ও বেন সিয়ার্স। প্রথমজন বিরতি নিচ্ছেন তার প্রথম সন্তানের জন্মের কারণে। আর সিয়ার্স এখন সাইড স্ট্রেইনের চোটে মাঠের বাইরে। এবার প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন ম্যাট ফিশার। ২৫ বছর বয়সী এই পেসার ১৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৫১ উইকেট নিয়েছেন ২৪.১১ গড়ে। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিনি, খেলেছেন নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়েও। আরেক অনভিষিক্ত পেসার জ্যাকব ডাফিও দলে আছেন।
ফিশার প্রসঙ্গে কোচ ওয়াল্টার বলেন, “ম্যাট আমাদের অন্যতম দ্রুততম বোলার এবং আমরা ওকে নিয়ে ভীষণ আশাবাদী। ওর মধ্যে একটা আলাদা এক্স-ফ্যাক্টর আছে। আমরা চাচ্ছি ওকে এখনই দলের অভিজ্ঞতা দিতে।”
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও'রউর্ক, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, উইল ইয়ং।