images

স্পোর্টস / ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির একমাত্র উইকেট কোনটি, জানলে অবাক হবেন

স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই ২০২৫, ০৬:০৯ পিএম

ভারতের সাবেক অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি এমএস ধোনির নামের পাশে যুক্ত আছে অসংখ্য রেকর্ড। ভারতীয় এ কিংবদন্তি অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আরও আগেই। আইপিএলে এখনো খেলে যাচ্ছেন তিনি, যদিও আগামী আসরে আর খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। খেলুন বা না খেলুন, ভক্তরা তাঁকে স্মরণ করে শ্রদ্ধা আর ভালোবাসায়। আজ তার ৪৪ তম জন্মদিবস, ৪৫ আ পা রাখলেন তিনি। কিংবদন্তি এ অধিনায়কের জন্মদিনে চলুন জেনে নেই তাঁকে নিয়ে চমকপ্রদ এক তথ্য।

আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দিয়ে ধোনি জিতেছেন সব আইসিসি ট্রফি, করেছেন ১৭ হাজারের বেশি রান, নিয়েছেন ৬৩৪টি ক্যাচ এবং প্রায় ২০০টি স্টাম্পিং। তবে এর বাইরেও আছে এক চমকপ্রদ কীর্তি। ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি উইকেটও আছে! আর সেই উইকেটটা এসেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ট্রাভিস ডাউলিন ছিলেন ধোনির শিকার। তখন ধোনি নিজেই বল হাতে নেন এবং মিডিয়াম পেসে তার স্টাম্প ভেঙে দেন। ধোনি তার পুরো ক্যারিয়ারে মাত্র ৬ ওভার বল করেছেন, সবগুলোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ওভার এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভার করেন তিনি।

ধোনির এই একমাত্র উইকেটের পাশে বেশ কয়েকজন পরিচিত বোলারের নাম উঠে আসে যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও উইকেট পাননি! চলুন দেখে নিই তিনজন এমন বোলারঃ

১. মইন আলি
ইংল্যান্ডের এই অফস্পিনিং অলরাউন্ডার ১৩৮ ওয়ানডেতে ১১১টি উইকেট নিয়েছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ঝুলিতে নেই একটিও উইকেট! তিনি তিনটি ইনিংসে মোট ১৫ ওভার বল করে দিয়েছেন ৭৯ রান, কিন্তু কোনো সাফল্য পাননি। মজার ব্যাপার হলো, তিনি ছিলেন ধোনির সিএসকে সতীর্থ! এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনো উইকেট না পাওয়া স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন মইন আলি।

২. রিয়ন কিং
গায়ানার ডানহাতি পেসার রিয়ন কিং ক্যারিয়ারে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। তবুও ৫০টি ওয়ানডেতে ৭৬টি উইকেট ছিল তার ঝুলিতে, গড় মাত্র ২৩.৭৭।তবে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (তখনকার নকআউট ট্রফি) দুটি ম্যাচ খেলে ২০ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন।

৩. টিনো বেস্ট
ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার টিনো বেস্ট ছিলেন আগুনে এক বোলার। ২৬ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৩৪। কিন্তু ২০০৯ ও ২০১৩ সালের দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলেও একটি উইকেটও পাননি। দুটি ম্যাচে মোট ১১.৩ ওভার বল করে ৮৫ রান দেন, ইকোনমি ৭.৩৯, কিন্তু ঝুলিতে যোগ হয়নি কোনো সাফল্য।

ধোনির বল হাতে উইকেট পাওয়া যেখানে অনেকের কাছেই কাকতালীয় মনে হতে পারে, সেখানে বড় বড় স্পেশালিস্ট বোলাররা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে কোনো সাফল্য না পাওয়ায় এটি এখন ক্রিকেট আলোচনায় রসালো তুলনা। আর ধোনি? সবকিছুর মতো এখানেও নিজস্ব ঢঙে ইতিহাসে অনন্য।