images

স্পোর্টস / ফুটবল

ইউরোপের দল নয়, সেপ্টেম্বরে যাদের বিপক্ষে খেলবে হামজারা

স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম

সেপ্টেম্বরে ইউরোপের একটি দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ এবং শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই লক্ষ্যে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হচ্ছে না।

এই পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনা হিসেবে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) ইতোমধ্যে ম্যাচ দুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ রঙশালা স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি হবে ৬ সেপ্টেম্বর, আর দ্বিতীয় ম্যাচটি ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল উভয় দলই ২০২৫ সালে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে এই ম্যাচগুলো খেলছে।

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপাল রয়েছে ১৭৫ নম্বরে, আর বাংলাদেশ ১৮৩ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল উন্নতির চেষ্টা করছে। কোচ হ্যাভিয়ের কাবরেরার অধীনে দলটি নতুন করে গুছিয়ে উঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নেপালে খেলা শেষ করে বাংলাদেশ দল অক্টোবর মাসে নিজেদের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। এই ম্যাচগুলোই এশিয়ান কাপ বাছাইয়ের আগে দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতি যাচাই করার বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।