images

স্পোর্টস / ক্রিকেট

ভারতের ইতিহাসগড়া জয়ে যত রেকর্ড এজবাস্টন টেস্টে

স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম

বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারত। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে শুধু সিরিজে এগিয়েই গেল না, গড়ল একের পর এক নজির। ম্যাচ জুড়ে ব্যাট, বল এবং অধিনায়কত্ব, সব বিভাগেই ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। সবকিছুতেই চলেছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। তাতে এজবাস্টনের ৫ দিনে হয়েছে একাধিক রেকর্ড।

ম্যাচে যত উল্লেখযোগ্য রেকর্ড:
-এজবাস্টনে ১৯৬৭ সাল থেকে খেলা শুরু হলেও এই প্রথমবার বার্মিংহামে জয় পেল ভারত।

-প্রথম এশীয় দেশ হিসেবে এই মাঠে টেস্ট জয় ভারতেরই।

- প্রথম ভারতীয় ও এশীয় অধিনায়ক যিনি বার্মিংহামে জিতলেন। বিদেশে ২৫ বছর ৩০১ দিনে জয়ের সবচেয়ে কনিষ্ঠ ভারতীয় অধিনায়ক শুভমান গিল।

- এক টেস্টে দুই ইনিংসে (২০০ ও ১৫০+) রান করা বিশ্বের একমাত্র ব্যাটার গিল।

- মোট ৪৩০ রান করে গাভাসকরের ৩৪৪ রানের রেকর্ড ভেঙেছেন গিল। 

- ভারতের হয়ে টেস্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান গিলের (২৬৯)।

- সেনা দেশের মাটিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশীয় অধিনায়ক গিল।

- এক টেস্টে ৪টি শতরান জুটি বিশ্বের মাত্র ৫ম ক্রিকেটার।

- ইংল্যান্ড সফরে তৃতীয় ব্যাটার হিসেবে ২৫০+ রান (সেভাগ, দ্রাবিড়-এর পর)।

- বোলিংয়ে ১০ উইকেট (৬/৭০ ও ৬/৯৯) নিয়ে ভারতীয়দের মধ্যে এজবাস্টনে সেরা আকাশ দ্বীপ। সিরাজও সেনা ও ওয়েস্ট ইন্ডিজ এই পাঁচ দেশে ৫ উইকেটের কীর্তি গড়েছেন।

- যশস্বী জয়সওয়াল ২১ টেস্টে দ্রুততম ২০০০ রান পূর্ণ করলেন।

- ঋষভ পন্থ ইংল্যান্ডে ১১ টেস্টে ২৪টি ছক্কা মেরে বিদেশের মাটিতে ভারতীয় রেকর্ড গড়েছেন।

- জেমি স্মিথ ইংল্যান্ডের হয়ে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ইনিংস (১৮৪*) খেলেছেন।

- রানের হিসেবে ভারতের বিদেশে সবচেয়ে বড় জয়। ইংল্যান্ডের মাটিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। দেশ-বিদেশ মিলিয়ে ভারতের চতুর্থ সর্বোচ্চ জয়।