images

স্পোর্টস / ফুটবল

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি, দেখে নিন একনজরে

স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই ২০২৫, ১০:১৫ এএম

প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ক্লাব বিশ্বকাপের আসর। প্রায় এক মাসের লড়াই শেষে ঠিক হয়ে গেছে শেষ চার দল। জমজমাট এই টুর্নামেন্টের সেমিফাইনালে কারা কার মুখোমুখি হবে, তা এখন পরিষ্কার। 

চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দুই ম্যাচ ছিল পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড। দুর্দান্ত পারফরম্যান্সে বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে পিএসজি। 

অন্যদিকে, নাটকীয় এক শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। অপর দুই কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংল্যান্ডের ক্লাব চেলসি এবং ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।

সেমিফাইনালে প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার (৮ জুলাই), বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্স। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (৯ জুলাই), একই সময়ে মাঠে নামবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল, রেকর্ড পাঁচবার তারা জিতেছে এই শিরোপা। চেলসি ২০২১ সালে একবার শিরোপা জিতলেও পিএসজি ও ফ্লুমিনেন্স এখনো পর্যন্ত ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের সূচি
৮ জুলাই - চেলসি বনাম ফ্লুমিনেন্স
৯ জুলাই - রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি