স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে দুই দলই এখন সমতায়। ম্যাচ পুরোপুরি হেলে পড়েনি কোনো দলের দিকে। দিনের শেষভাগে জেডেন সিলসের দারুণ দুটি আঘাতে চাপের মুখে পড়ে অস্ট্রেলিয়া, স্কোরবোর্ডে তখন ২ উইকেটে মাত্র ১২ রান।
প্রথম ইনিংসে ৩৩ রানের ছোট লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসের শুরুতেই অজিরা হারিয়ে ফেলে দুই ওপেনারকে। দিন শেষে লিড দাঁড়ায় ৪৫, হাতে ৮ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা। লম্বা সময় ইনজুরিতে থাকার পর টেস্ট দলে ফিরে চেনা রূপে দেখা গেল জেডেন সিলসকে। মাত্র দুটি ওভারেই ফিরিয়ে দেন দুই অজি ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খাজারাকে।
কনস্টাস আগের মতোই নিজের উইকেট দিয়ে এলেন স্টাম্পে বল টেনে নিয়ে। আর খাজা আবারও এলবিডব্লিউ- টানা তিন ইনিংসে একইভাবে আউট হলেন তিনি। নাইটওয়াচম্যান হয়ে নামা নাথান লায়ন ও ক্যামেরন গ্রিন এরপর আর কোনো বিপদ হতে দেননি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫৩ রানে থামে। অজিদের পক্ষে সফলতম বোলার ছিলেন নাথান লায়ন- ৩ উইকেট ৭৫ রানে। এছাড়া ব্যাট হাতে দলকে টেনেছেন ব্রেন্ডন কিং। বার্বাডোজে বাজে অভিষেক ভুলে এই ম্যাচে দুর্দান্ত ৭৫ রান করেন ১০৮ বলে। ইনিংসে ছিল ৩টি ছয় ও ৮টি চার।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কনসালট্যান্ট ও সাবেক অধিনায়ক ফ্লয়েড রাইফার কিংয়ের প্রশংসা করে বলেন, “ওর ব্যাটিংয়ে আগ্রাসন ছিল, আবার দরকারে রক্ষণাত্মক মুডেও গিয়েছিল- সেটাই ভালো লেগেছে।”
সকালে ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। ১০০তম টেস্ট খেলতে নামা ক্রেইগ ব্র্যাথওয়েট সাজঘরে ফেরেন শূন্য রানে—জশ হ্যাজেলউডের বলে দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ দিয়ে ফেরেন। তবে এরপর ইনিংস টেনে তোলেন ব্রেন্ডন কিং, অধিনায়ক রস্টন চেজ ও উইকেটকিপার শাই হোপ। এই তিনজনের ব্যাটে আসে মূল্যবান ১০৫ রান। এরপর আলজারি জোসেফ ও শামার জোসেফের ব্যাটে আসে আরও ৫১ রান অষ্টম উইকেটে।
শেষ উইকেট জুটিতেও অস্ট্রেলিয়াকে বেশ কাবু করে ফেলেন ফিলিপ্স ও সিলস। প্রায় ৪০ মিনিট ধরে রুখে দাঁড়ান তারা। শেষ পর্যন্ত ট্রাভিস হেডের অফস্পিন দিয়ে ইনিংস গুটাতে হয় অজিদের। দিনশেষে রাইফার বলেন, “পিচটা ধীরে ধীরে ভাঙছে। আমরা যদি অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে দিতে পারি এবং লক্ষ্য যদি ২২০-র মধ্যে থাকে, তাহলে জয় অসম্ভব নয়।”