স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ০৪:১৬ পিএম
আইপিএলে নজর কাড়ার পর এবার জাতীয় দলের জার্সিতে ঝলক দেখালেন মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্ধর্ষ এক ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। মাত্র ৩১ বলে ৮৬ রানের ইনিংসে ছক্কা-চার মেরে তছনছ করে দেন ইংলিশ বোলিং লাইনআপ।
ইনিংসটি সাজান ৬টি চার ও ৯টি বিশাল ছক্কায়। স্ট্রাইক রেট ছিল চোখ কপালে তোলার মতো ২৭৭.৪১। এটিই এখন অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ৮০ বা তার বেশি রানের ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নতুন বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ভারতের সুরেশ রায়নার দখলে, যিনি ২০০৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ৯০ রান করেছিলেন (স্ট্রাইক রেট ২৩৬.৮৪)।
সেঞ্চুরির খুব কাছে গিয়েও থেমে যান বৈভব। আউট হন ৮৬ রানে, ততক্ষণে ভারতের রান ৮ ওভারে ১১১! যদিও তার বিদায়ের পর নিয়মিত উইকেট হারায় ভারত, তবে তার গড়া ভিত মজবুত ছিল বলেই ২৬৯ রানের বিশাল লক্ষ্য তারা পূর্ণ করে ফেলে প্রায় ৬ ওভার হাতে রেখেই।
এদিন আরেকটি রেকর্ড হাতছাড়া হয়েছে বৈভবের। বয়সভিত্তিক ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এখনো ধরে রেখেছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। ২০১৩ সালে ১৪ বছর ২৪১ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে শতক করেছিলেন শান্ত। বৈভবের সেঞ্চুরি হলে সেই রেকর্ড ভাঙতে পারতেন তিনি।
তবে নিজের আগের রেকর্ড ভেঙেছেন বৈভব। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বলে ফিফটি করেছিলেন তিনি, এবার করলেন ২০ বলে। ঋষভ পন্তের ১৮ বলে ফিফটি (২০১৬, নেপালের বিপক্ষে) ভারতের দ্রুততম হলেও, বৈভবের উন্নতিটাও চোখে পড়ার মতো।
চলমান ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ ও দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ রান করেছিলেন বৈভব। তিন ম্যাচ মিলিয়ে তার রান ২৫৬, খেলেছেন মাত্র ১৩৬ বল, হাঁকিয়েছেন ২২টি করে চার ও ছক্কা। স্ট্রাইক রেট ১৮৯ আর গড় ৪২- পরিসংখ্যানই বলে দিচ্ছে, ভারতের ভবিষ্যৎ তারকা হতে চলেছেন বৈভব সূর্যবংশী।