images

স্পোর্টস / ক্রিকেট

এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াইয়ের সময় জানা গেল

স্পোর্টস ডেস্ক

০২ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কারণে এবারের এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এখন অনেকটাই পরিষ্কার হয়েছে পরিস্থিতি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এশিয়া কাপ ২০২৫, আর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ৭ সেপ্টেম্বর।

এর আগে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল করে আইপিএলের বাকি অংশ শেষ করতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় আইপিএল আবার শুরু হয় এবং এশিয়া কাপ আয়োজন নিয়েও আশার আলো দেখা দেয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ১৭ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২১ সেপ্টেম্বর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও সম্প্রচারক প্রতিষ্ঠান সনি নেটওয়ার্ক টুর্নামেন্টের প্রচার শুরু করেছে। ধারণা করা হচ্ছে, বিসিসিআইয়ের সম্মতি পাওয়ার পরই তারা প্রচারে নেমেছে।

এবারের আসরে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। তবে পাকিস্তান ভারতের মাটিতে খেলতে রাজি নয়, তাই ভারত আয়োজক হলেও সংযুক্ত আরব আমিরাতকে সহ-আয়োজক হিসেবে দেখা যেতে পারে।

বিসিসিআই এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি। তবে এসিসি দ্রুত সূচি প্রকাশের জন্য চাপ দিচ্ছে। সূচি বিলম্বিত হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে এশিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।