স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম
ক্রিকেটের মাঠে চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য এক আলাদা পরিচিতি পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই পরিচিতি থেকেই ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘ক্যাপ্টেন কুল’। এবার সেই নামটিকেই আনুষ্ঠানিকভাবে নিজের ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের পথে এগিয়ে গেলেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
বিশ্বের অনেক নামী ক্রীড়াবিদ আছেন, যারা শুধু মাঠে পারফরম্যান্স দিয়েই নয়, নিজের নাম ও স্টাইলকে ‘ব্র্যান্ডে’ রূপ দিয়ে গড়েছেন নতুন সফলতার গল্প। ট্রেডমার্ক করে নিয়েছেন নিজের নাম, ডাকনাম বা জনপ্রিয় ভঙ্গিমা- যার মাধ্যমে আজ তারা ব্যবসা থেকে আয় করছেন কোটি কোটি টাকা। চলুন জেনে নিই এমনই কিছু তারকার কথাঃ
এমএস ধোনি
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় ঠান্ডা মাথার প্রতীক। তার শান্ত স্বভাবের কারণে পেয়েছেন ‘Captain Cool’ উপাধি। সম্প্রতি ৩০ জুন, সোমবার ধোনির এই ডাকনাম ‘Captain Cool’ ভারতীয় ট্রেডমার্ক রেজিস্ট্রিতে অফিসিয়ালি নিবন্ধিত হয়েছে। এর ফলে এখন থেকে এই নাম বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন একমাত্র ধোনিই।
ক্রিস্তিয়ানো রোনালদো
ফুটবল মাঠে যেমন দক্ষ, ঠিক তেমনি ব্যবসায়ও তুখোড় রোনালদো। তার "CR7" ব্র্যান্ডের অধীনে পারফিউম, পোশাক, ব্যাগ, এমনকি রিস্টব্যান্ড পর্যন্ত বিক্রি হয় বিশ্বজুড়ে। জানা যায়, রোনালদোর নামে এখন পর্যন্ত ৫৩টি ট্রেডমার্ক নিবন্ধিত রয়েছে!
লিওনেল মেসি
মেসির নাম নিয়েও ছিল আইনি লড়াই। স্পেনের একটি সাইক্লিং ব্র্যান্ড "MASSI" আপত্তি তুললে তা গড়ায় আদালতে। দীর্ঘ লড়াইয়ের পর ২০২২ সালে ইউরোপিয়ান ইউনিয়নে “MESSI” নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়। এখন এই নামে ব্র্যান্ডিংয়ের পুরো অধিকার মেসির।
লেব্রন জেমস
বিনোদন ও খেলাধুলা- দুই দিকেই দাপট দেখানো বাস্কেটবল তারকা লেব্রন জেমসের ট্রেডমার্কের তালিকাও দীর্ঘ। “LBJ Trademarks, LLC” নামে প্রতিষ্ঠিত তার কোম্পানি তার বিভিন্ন স্লোগানও ট্রেডমার্ক করেছে। “More Than An Athlete” (২০১৮) এবং “Strive 4 Greatness” (২০২২)- দুইটিই এখন তার ব্র্যান্ড পরিচয়ের অংশ।
মাইকেল জর্ডান
বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডানের ‘Jumpman’ লোগো আর নামটি এখন বিলিয়ন ডলারের ব্যবসায়িক ব্র্যান্ড। ‘এয়ার জর্ডান’ নামের জুতা থেকে শুরু করে নানা অ্যাপারেল- সবই ভক্তদের কাছে সুপারহিট।
রজার ফেদেরার
টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের "RF" লোগো একসময় ছিল নাইকির নিয়ন্ত্রণে। কিন্তু ২০১৮ সালে সেই ব্র্যান্ডের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন তিনি। ২০২০ সালে এসে পুরোপুরি নিজের অধীনে আনেন “RF” ট্রেডমার্কটি।
সেরেনা উইলিয়ামস
টেনিস কোর্ট কাঁপানো সেরেনা উইলিয়ামস কসমেটিকস ব্র্যান্ড "Aneres" (Serena এর উল্টো বানান) নামে ট্রেডমার্ক করেন ২০১৬ সালে। শুধু এটিই নয়, তিনি SWJ, Serena Ventures, S World, Seren’s World সহ একাধিক ব্র্যান্ডে ট্রেডমার্ক করেছেন নিজের নাম ও ধারণা।