স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১০:৩৬ এএম
ফিফা ক্লাব বিশ্বকাপে এক রাতেই দুইটি বড় অঘটনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বাংলাদেশ সময় ১ জুলাই মধ্যরাতে প্রথমে বিদায় নেয় ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। এরপর রাত আরও জমিয়ে দিলো সৌদি আরবের ক্লাব আল হিলাল, যারা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে দিল।
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় আল হিলাল ও ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সিটি। গুন্ডোগানের পাস থেকে বের্নার্দো সিলভা গোল করে দলকে এগিয়ে দেন। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়।
তবে দ্বিতীয়ার্ধে চিত্র পুরোপুরি বদলে যায়। মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুইটি গোল করে ম্যাচে ফিরেই যায় আল হিলাল। ৪৬তম মিনিটে মার্কোস লিওনার্দো ও ৫২তম মিনিটে ম্যালকম গোল করেন। যদিও ৫৫তম মিনিটে হলান্ড গোল করে সিটিকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও উত্তেজনা কমেনি একটুও। আল হিলালের হয়ে কুলিবালি গোল করে আবারও দলকে এগিয়ে নেন। তবে ফিল ফোডেনের গোলে সিটিও আবার সমতায় ফেরে।
কিন্তু ১১২তম মিনিটে দ্বিতীয়বারের মতো গোল করে ম্যাচের হিরো বনে যান মার্কোস লিওনার্দো। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পেপ গার্দিওলার ম্যান সিটি। ফলে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইউরোপের চ্যাম্পিয়নরা।