স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। কিন্তু এতদিনেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এ জেলার কোনো দল অংশ নিতে পারেনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণের পথে। ২০২৫ সালের আসন্ন বিপিএলে নতুন দল হিসেবে যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস।
ইতোমধ্যে দলটি অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছে। গত ২৪ জুন ‘শায়ান'স গ্লোবাল’ নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়ে আবেদন জমা দেয় বিসিবিতে।
জানা যায়, আবেদনপত্রে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, ''সম্প্রতি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত ‘বিপিএল টি-টোয়েন্টি ২০২৫’-এর ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাওয়ার আহ্বানের প্রেক্ষিতে তারা আগ্রহ প্রকাশ করছে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করার।''
শায়ান’স গ্লোবাল জানিয়েছে, 'এটি কিছু উদ্যমী ও ক্রিকেটপ্রেমী সংগঠকের উদ্যোগ, যারা নোয়াখালীসহ সারাদেশের ক্রিকেট উন্নয়নে কাজ করছে। তাদের বিশ্বাস, ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে তারা পেশাদারভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নোয়াখালী রয়্যালস বিপিএলে অংশ নিলে শুধু ক্রিকেটই নয়, টুর্নামেন্টের সামগ্রিক ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তাও আরও বৃদ্ধি পাবে।'
এদিকে সোমবার বিসিবিতে এসেছিলেন শায়ান্স গ্লোবালের কর্তারা। এদিন শায়ান্স গ্রোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।’
বিপিএলে এক-দুই মৌসুম নয়, বরং দীর্ঘ মেয়াদে থাকার উদ্দেশ্যেই আসতে চায় শায়ান্স গ্লোবাল। বাদল বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদী থাকব এবং আমরা চাইব, বিপিএল যতদিন থাকবে নোয়াখালী ততদিন থাকুক।’
দেশের একমাত্র টুর্নামেন্ট বিপিএল মাঠে গড়ানোর কথা ডিসেম্বর-জানুয়ারির দিকে। আজ বিসিবির আলোচনায় এই বিষয়ে কথা কথা রয়েছে, তবে তার আগেই আলোড়ন ফেলে দিয়েছে সায়ান'স গ্লোবাল নামের প্রতিষ্ঠান। আগামী বিপিএলে নোয়াখালী থেকে দল কেনার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি।