স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম
ক্লাব বিশ্বকাপে ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিওনেল মেসির দল মিয়ামির জন্য এটি ছিল বড় এক ধাক্কা। তবে এমন ম্যাচ শেষে ঘটে এক হৃদয় ছোঁয়া ঘটনা, পুনর্মিলন হয় সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও ওসমান দেম্বেলের।
দুই সাবেক সতীর্থকে দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরতে, হাসিমুখে কথা বলতে এবং ম্যাচ শেষে জার্সি বিনিময় করতেও। স্টেডিয়ামের টানেলে এমনই এক মুহূর্তের ছবি পোস্ট করেন দেম্বেলে। ছবিতে দেখা যায়, দুজনই হাতে ধরে রেখেছেন মিয়ামির গোলাপি ১০ নম্বর জার্সি।
ছবির ক্যাপশনে দেম্বেলে লেখেন,'তোমাকে আবার দেখাটা দারুণ অনুভূতি, লিও। সর্বকালের সেরা… আশা করি ইন্টার মায়ামির হয়ে তুমি ইতিহাস গড়তে থাকবে, যেমনটা করেছ এই ক্লাব বিশ্বকাপে।'
এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের মধ্যে। ক্যাম্প ন্যুয়ের স্মৃতিতে ভেসে যান তারা।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি ও দেম্বেলে। দেম্বেলে প্রায়ই চোটে পড়লেও, দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক।