images

স্পোর্টস / ফুটবল

মেসিদের উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে পিএসজি

স্পোর্টস ডেস্ক

৩০ জুন ২০২৫, ১০:২০ এএম

দুই ক্লাবের শক্তির ব্যবধান ছিল স্পষ্ট। তাই ফিফা ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ইন্টার মিয়ামির হারে তেমন বিস্ময়ের কিছু ছিল না। তবে ম্যাচটি যেভাবে একপেশে হয়ে উঠেছিল, তা ছিল একেবারেই লজ্জাজনক। রোববার রাতে আটলান্টায় ইউরোপীয় জায়ান্টদের কাছে লিওনেল মেসির দল ৪-০ গোলে বিধ্বস্ত হয়। 

এই পরাজয়ে শেষ হয়ে গেল মেসির ক্লাব বিশ্বকাপের স্বপ্ন। ফ্রান্সের ক্লাব পিএসজি কোয়ার্টার ফাইনালে উঠে আগামী শনিবার সেমিফাইনালের টিকিটের জন্য মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের।

এক সময়ের ঘরের ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামা মেসির জন্য এই ম্যাচ ছিল আবেগঘন। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুম পিএসজিতে কাটিয়েছেন তিনি। তবে সে সময়টা তার জন্য সুখকর ছিল না, যার শেষটা হয়েছিল তিক্ততায়। সেই পুরনো দলের মুখোমুখি হয়ে এবারও স্মরণীয় কিছু করতে পারলেন না তিনি।

ম্যাচের শুরুতেই ছয় মিনিটে পিএসজিকে এগিয়ে দেন হোয়াও পেদ্রো নেভেস। এরপর ৩৯ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। ৪৪ মিনিটে অ্যাভিলেস ম্যানসিলার আত্মঘাতী গোলে ইন্টার মিয়ামির বিপর্যয় আরও ঘনীভূত হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি।

প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে তারা আক্রমণের গতি কমিয়ে দেয় এবং বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে তুলে নেন কোচ লুইস এনরিকে। ফলে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।