স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ১০:০২ পিএম
ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির মুখোমুখি হওয়ার আগে সতর্ক বার্তা দিলেন প্যারিস সেন্ট জার্মেইর কোচ লুইস এনরিকে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস- এই অভিজ্ঞ তারকাদের হুমকি নিয়ে একটুও অবহেলা করতে রাজি নন তিনি।
"ফুটবলে মাত্র ১০ সেকেন্ডের জন্য ঢিলে দিলে কী হয়, তা সবাই জানে। ওদের মান বা যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ইন্টার মায়ামির সব ম্যাচই দেখেছি। ওদের মান আছে, ক্লাস আছে। আমরা যদি ওদের ওপর চাপ সৃষ্টি না করতে পারি, তাহলে কঠিন হয়ে যাবে," শনিবার সংবাদ সম্মেলনে বলেন এনরিক।
পিএসজি কোচ বলেন, "আমরা যদি বল কেড়ে নিতে না পারি, তাহলে সুবিধা নেই। বুসকেটস এখনও আগের মতোই, মেসি তো বল পায়ে অনন্য। সুয়ারেজের শেষ গোলটা দেখেছেন? দারুণ নিয়ন্ত্রণ। আলবা এখনো লাইন ভেঙে উঠে আসে আগের মতো।"
"সবাই জানে মেসি-আলবার সেই বিখ্যাত পাসিং কম্বিনেশন, এখনও সেটা হচ্ছে। আর ওদের কোচ যদি হয় মাচেরানো, তাহলে তো আমাদের পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত খেলতে হবে। না হলে ওরা সহজেই জিতে যাবে, এতে কোনো সন্দেহ নেই।"
"এই অসাধারণ স্টেডিয়ামে, এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলা একটা দারুণ অভিজ্ঞতা। মেসি- যিনি শুধু বার্সার জন্যই নয়, গোটা ফুটবল বিশ্বের জন্য অনুপ্রেরণা, তাকে সামনে রেখে খেলার চেয়ে ভালো কিছু হয় না।"
বার্সেলোনার সাবেক কোচ হিসেবে এনরিক নিজেই এক সময় এই চার ফুটবলারকে কোচিং করিয়েছেন। ২০১৪-১৭ সাল পর্যন্ত বার্সার কোচ থাকাকালীন সময়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ বহু শিরোপা জিতেছেন এই চার তারকাকে নিয়েই।
তিনি বলেন, "১০-১৫ বছর ধরে কেউ যদি একই মান ধরে রাখে, তাহলে তাকে ইতিহাসের সেরা না বলে উপায় নেই। আমার চোখে মেসিই ইতিহাসের সেরা ফুটবলার। যদিও অন্যদের মতও আমি সম্মান করি। তবে এত লম্বা সময় ধরে এই লেভেলে খেলা, প্রতিটি তিন দিনে মাঠে নামা- এটা কেবল মেসির পক্ষেই সম্ভব।"
"বার্সার কোচ হিসেবে তিন বছরে আমি মেসির সঙ্গে প্রায় ২০০টা ট্রেনিং সেশন করেছি। ট্রেনিংয়ে সে যা করেছে, সেটা অন্য গ্রহের ব্যাপার। বলের গতিপথ এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারত, যেটা কল্পনাও করা যায় না। ওর মতো আর কেউ নেই।"
এদিকে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানোও সংবাদ সম্মেলনে এনরিককে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা কোচ হিসেবে উল্লেখ করেছেন। এনরিকও প্রশংসায় ভাসালেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। "আমি তখনই বুঝেছিলাম, মাচেরানো একদিন দারুণ কোচ হবে। সে মিডফিল্ডার ছিল, পরে সেন্টারব্যাকে খেলেছে। এমন খেলোয়াড় যারা মাঠেই কোচের এক্সটেনশন হয়ে ওঠে, তাদের একজন ছিল মাচেরানো। বুসকেটসও এমন একজন, যদি সে কোচ হতে চায়, সে-ও দুর্দান্ত কোচ হবে।"