images

স্পোর্টস / ক্রিকেট

অভিনেত্রী শেফালির মৃত্যুর পর ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক

২৯ জুন ২০২৫, ০৯:৫৫ পিএম

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা হিসেবে বিবেচনা করা হয়েছিল পৃথ্বী শকে। কিন্তু ধূমকেতুর মত আবির্ভূত হয়ে হারিয়ে গিয়েছেন তরুণ এই ক্রিকেটার। মাঝে সমালোচনার শিকার হয়েছেন শুধু। সেটিও নেতিবাচক খবরের শিরোনাম হয়েই।

পৃথ্বী মানেই খবরের শিরোনাম। মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটারের প্রতিভা নিয়ে কোনওদিনই প্রশ্ন ওঠেনি। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন ও চালচলন বারবার বিতর্কের জন্ম দিয়েছে। বেহিসাবী জীবন থেকে তাঁর ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন তুলেছে। টিম ইন্ডিয়ার হয়ে পৃথ্বীর অভিষেক পর্ব দুরন্ত হলেও এখন তিনি জাতীয় দলের মূল স্রোত থেকে অনেকটাই দূরে। ফের একবার খবরের শিরোনামে এলেন মুম্বইয়ের এই ক্রিকেটার।

তবে এবার অবশ্য কোনও বিতর্কের জন্ম দেননি পৃথ্বী। আসলে তিনি খবরের শিরোনামে এসেছেন সম্পূর্ণ অন্য একটি কারণে। সদ্য প্রয়াত এক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাচের পুরনো ভিডিও ফের ভাইরাল হয়েছে।

সম্প্রতি আকস্মিক মৃত্যু হয়েছে অভিনেত্রী শেফালি জারিওয়ালার। এই ঘটনায় গোটা দেশ শোকাহত। "কাঁটা লাগা গার্ল" নামে পরিচিত শেফালি শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অচেতন অবস্থায় তাঁকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

শেফালির মৃত্যুর পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এই অভিনেত্রীর সঙ্গে পার্টিতে নাচছেন পৃথ্বী। সেই পার্টিতে এই দুই তারকা ছাড়াও আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বইয়ের ক্রিকেটার শেফালির কাঁধে হাত রেখে নাচ করছেন।

ভাইরাল ক্লিপটি ৯ নভেম্বর, ২০২৪ তারিখের। সেদিন ছিল পৃথ্বীর ২৫তম জন্মদিন। সেই উপলক্ষেই ছিল পার্টি। সেখানে উপস্থতি ছিলেন শেফালির স্বামী পরাগ ত্যাগী-সহ আরও কিছু বন্ধু।