স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ০৮:১৪ পিএম
ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার দীপ দাসগুপ্ত ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে দুইটি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। তার মতে, সাই সুদর্শনের জায়গায় একাদশে নেওয়া উচিত নীতিশ কুমার রেড্ডিকে এবং স্পিনার কুলদীপ যাদবকে রাখা উচিত আট নম্বরে।
প্রথম টেস্টে অভিষেক হওয়া সাই সুদর্শন প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। তবে দীপ দাসগুপ্তের মতে, দ্বিতীয় টেস্টে নীতিশ দলের জন্য আরও কার্যকর হতে পারেন। আর ব্যাটিং অর্ডারে করুণ নায়ারকে তিন নম্বরে তোলা হলে সুদর্শনকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
স্টার স্পোর্টসে দেওয়া এক বিশ্লেষণে দাসগুপ্ত বলেন, "সাধারণত প্রথম ম্যাচের পর খুব বেশি পরিবর্তন করতে চায় না কেউ। কিন্তু এটা একটা তরুণ দল, নতুন অধিনায়ক। সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়াটাই এখানে বেশি জরুরি। করুণ নায়ার তিন নম্বরে ব্যাট করে সবচেয়ে বেশি রান করেছেন। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে 'এ' দলের হয়েও তিনি তিন নম্বরে ব্যাট করেছেন।"
"তাই করুণকে তিনে রেখে ছয় নম্বরে কাউকে দরকার হলে নীতিশ কুমার রেডি হতে পারেন ভালো অপশন। দরকার হলে তিনি হাত ঘোরাতেও পারেন, মিডিয়াম পেসে কিছু ওভার দিতে পারবেন। তবে সাই সুদর্শনকে এই পরিবর্তনের ব্যাপারে বুঝিয়ে বলতে হবে—এই সিদ্ধান্ত তার পারফরম্যান্সের কারণে নয়, বরং দলের কম্বিনেশনের জন্য। এমন সংবেদনশীল বিষয়ে কীভাবে তাকে বলা হয়, সেটাই গুরুত্বপূর্ণ।"
বির্মিংহামে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা, যেখানে সাধারণত ব্যাটারদের জন্য অনুকূল উইকেট থাকে। সেখানেও একাদশে পরিবর্তনের পক্ষে যুক্তি দিয়েছেন দীপ। তিনি বলেন, "বির্মিংহাম সাধারণত ব্যাটিং সহায়ক ভেন্যু। সেখানে আমি কুলদীপ যাদবকে দেখতে চাই। যদি টপ অর্ডার রান করে, তাহলে ব্যাট হাতে আট নম্বরের পারফরম্যান্স নিয়ে খুব বেশি চিন্তা থাকে না। তবে বোলিংয়ে কুলদীপ একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে।"