images

স্পোর্টস / ফুটবল

সৌদি লিগ বিশ্বের শীর্ষ পাঁচটির একটি- রোনালদো

স্পোর্টস ডেস্ক

২৯ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

আল নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চুক্তি অনুযায়ী, ৪২ বছর বয়স পেরোলেও সৌদি ক্লাবটিতেই খেলবেন এই পর্তুগিজ সুপারস্টার। এরপরই রোনালদো জানালেন, তার মতে সৌদি প্রো লিগ এখন বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি।

বৃহস্পতিবার ক্লাবটি ঘোষণা করে, নতুন চুক্তির ফলে আরও দুই বছর আল নাসরে থাকছেন রোনালদো। এরপর এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, "অবশ্যই আমাদের লিগ এখনো উন্নতির পথে, তবে আমি বিশ্বাস করি এই মুহূর্তে সৌদি প্রো লিগ বিশ্বের সেরা পাঁচ লিগের একটি। গত দুই বছরে আমরা যে উন্নতি দেখিয়েছি, সেটা অনেক কিছুই প্রমাণ করে।"

রোনালদোর ভাষ্য, "এই লিগ কতটা প্রতিযোগিতাপূর্ণ সেটা যারা কখনো সৌদি লিগে খেলেনি, তারাই বোঝে না। যারা বলে এটা বিশ্বের শীর্ষ লিগ নয়, তারা আসলে ফুটবল নিয়ে কিছুই বোঝে না। আমি ১০০% বিশ্বাস করি আমার কথায়। যারা এখানে খেলছে, তারাও জানে আমি ঠিকই বলছি।"

সৌদি আরবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন নিয়েও আশাবাদী রোনালদো। তিনি বলেন, "এই প্রকল্পের প্রতি আমার আস্থা রয়েছে- শুধু আগামী দুই বছর নয়, ২০৩৪ সাল পর্যন্ত। কারণ তখন সৌদি আরবে হবে বিশ্বকাপ। আমার বিশ্বাস, এটিই হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।"

২০২২ সালের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। যদিও এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি ক্লাবটির হয়ে। এবার সেই লক্ষ্য পূরণে আরও একবার চুক্তি নবায়ন করলেন তিনি। রোনালদো বলেন, "আমার লক্ষ্য সবসময়ই ছিল আল নাসরের হয়ে বড় কিছু জেতা। আমি বিশ্বাস করি, সেটা সম্ভব। এ কারণেই আরও দুই বছরের জন্য চুক্তি করেছি। আমি বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব।"

আল নাসরের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে ৭৯৪ গোল এবং জাতীয় দলের হয়ে ১৩৮ গোল মিলিয়ে মোট ৯৩২ গোল করেছেন রোনালদো। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে চান তিনি।

সম্প্রতি ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ থাকলেও তা নেননি এই পর্তুগিজ মহাতারকা। ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছিলেন, রোনালদোর খেলা নিয়ে আলোচনার কথা। তবে রোনালদো জানান, বিশ্রামই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। রোনালদো বলেন, "কিছু ক্লাব বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছে, বিশ্রাম নেওয়া এবং ভালোভাবে মৌসুমের প্রস্তুতি নেওয়াই বেশি দরকার। কারণ এই মৌসুমটা অনেক লম্বা হবে, বছরের শেষে বিশ্বকাপ আছে।"

"শুধু আল নাসরের জন্য নয়, আমি জাতীয় দলের জন্যও প্রস্তুত থাকতে চাই। এ কারণেই আমি নেশনস লিগে শেষ ম্যাচ খেলেছি, অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দিইনি," বলেন রোনালদো। সম্প্রতি নেশনস লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করেন রোনালদো। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও টাইব্রেকারে ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা জেতে তার দল পর্তুগাল।