স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
গত বছরের অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থমকে আছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তিনি নিয়মিত নন। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে কখনো সুযোগ পেলেও কখনো বাদ পড়ছেন তিনি। এবার গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় মৌসুমে রংপুর রাইডার্স তাকে দলে রাখেনি। নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে ফ্র্যাঞ্চাইজিটি।
আজ জিএসএলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান বলেন, 'সাকিব আল হাসান থাকলে যেকোনো দলই উপকৃত হয়। বাংলাদেশ দলও দীর্ঘদিন তার সুবিধা পেয়েছে। তিনি যে দলেই খেলুক, সেই দলেরই লাভ।' তবে রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম জানান, সাকিবকে দলে না নেওয়ার পেছনে ক্রিকেটই মূল বিবেচনা। তিনি বলেন, 'আমরা শুধু ক্রিকেটার সাকিবকেই চিনি। রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ের সাকিব আমাদের কাছে অপরিচিত। পরিস্থিতির কারণে তাকে দলে নেওয়া যায়নি।'
তানিম আরও জানান, সাকিবকে বাদ দেওয়ার জন্য কোনো নির্দেশনা আসেনি। তিনি বলেন, 'এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাকিবকে নিলে কী হতে পারে, তা জানা নেই। আমরা ক্রিকেটের মানুষ, ক্রিকেটার সাকিবকেই চিনি।'
গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। এ কারণে গত অক্টোবরে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আসতে পারেননি তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব সর্বশেষ খেলেছেন এ বছরের পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে একটি উইকেট নিলেও ব্যাট হাতে কোনো রান করতে পারেননি। ফাইনালে তিনি খেলেননি, তবে তার দল চ্যাম্পিয়ন হয়।
আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় মৌসুম। গতবার প্রথম দুই ম্যাচ হেরেও শিরোপা জিতেছিল রংপুর। সোহান আশাবাদী, 'গতবার কেউ আমাদের পাত্তা দেয়নি। পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন হয়েছি। এবার চ্যালেঞ্জ বেশি, তবে টিম ম্যানেজমেন্ট কঠোর পরিশ্রম করছে। সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে।'