images

স্পোর্টস / ক্রিকেট

আম্পায়ারিং নিয়ে সন্দেহ প্রকাশ করে কড়া শাস্তি পেলেন সামি

স্পোর্টস ডেস্ক

২৯ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্বাডোস টেস্টে তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করায় জরিমানার শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি।

টেস্টের দ্বিতীয় দিনে দুটি বিতর্কিত সিদ্ধান্ত সামির ক্ষোভের মূল কারণ। প্রথমটি, রোস্টন চেজের এলবিডব্লিউ, যেটিতে ব্যাটে বল লাগার সম্ভাবনা থাকলেও হোল্ডস্টক সিদ্ধান্তে অনড় ছিলেন। দ্বিতীয়টি ছিল শাই হোপের ক্যাচ- অ্যলেক্স কেরির অসাধারণ এক ডাইভিং ক্যাচকে ‘ক্লিন’ হিসেবে ঘোষণা করা হয়। অথচ আগের দিন ট্রাভিস হেডের ব্যাটে হোপের ধরা এমনই একটি নিচু ক্যাচকে "গ্রাস হয়নি" বলে রায় দিয়েছিলেন এই হোল্ডস্টকই।

দ্বিতীয় দিনের খেলা শেষে স্যামি বলেন, "ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে তার (হোল্ডস্টক) আম্পায়ারিং নিয়ে আমার আগে থেকেই কিছু প্রশ্ন ছিল। এমন নয় যে আপনি সব সময় সন্দেহে থাকবেন, কিন্তু যখন একের পর এক সিদ্ধান্ত একপেশে যায়, তখন প্রশ্ন তো উঠেই।"

এই মন্তব্যকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের আচরণবিধির ২.৭ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে দেখেছে। ওই ধারায় বলা হয়েছে, “যেকোনো আন্তর্জাতিক ম্যাচ, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল কিংবা দলের ব্যাপারে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য” করা যাবে না।

এর ফলে স্যামিকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট, গত ২৪ মাসে যা তার প্রথম শাস্তি। সামি অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। লেভেল-১ ধারা অনুযায়ী সর্বনিম্ন শাস্তি সতর্কবার্তা, আর সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট।

রোস্টন চেজও ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে সরব হয়েছিলেন। তবে এখন পর্যন্ত তাকে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি। উল্লেখ্য, হোল্ডস্টক সিরিজের পরবর্তী দুই টেস্ট- গ্রেনাডা ও জ্যামাইকায় অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন ও রিচার্ড কেটলবরো।

ড্যারেন স্যামির কণ্ঠে যে ক্ষোভ ফুটে উঠেছে, তা ওয়েস্ট ইন্ডিজ শিবিরের হতাশারই প্রতিফলন। তবে আইসিসি তার আচরণবিধি মেনেই ব্যবস্থা নিয়েছে- সতর্কবার্তা তো দিলই, একই সঙ্গে বার্তাও দিয়ে রাখলো, ম্যাচ অফিসিয়ালদের সম্মান বজায় রাখতেই হবে।