images

স্পোর্টস / ক্রিকেট

ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতবো: তাসকিন 

স্পোর্টস ডেস্ক

২৮ জুন ২০২৫, ০২:০৩ পিএম

প্রায় তিন মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। গোড়ালির ইনজুরির কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। এরপর পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ছিলেন দর্শক। ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা নিয়েছেন, চলেছে পুনর্বাসন প্রক্রিয়া। তবে অবশেষে কাটল অপেক্ষার প্রহর, ফিরে এসেছেন মাঠে।

আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত সীমিত ওভারের দলে রাখা হয়েছে তাসকিনকে। ২ জুলাই শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ, যেখানে অংশ নিতে শনিবার (২৮ জুন) দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে দেশ ছেড়েছেন এই পেসার।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাসকিন জানান, তিনি দলে ফিরতে পেরে ভীষণ আনন্দিত এবং সিরিজ জয়ে ভূমিকা রাখতে চান। 

তাসকিন বলেন, 'একজন টিম ম্যান হিসেবে আমি সবসময় চাই দলের জয়ে অবদান রাখতে। ইনশাআল্লাহ, আমাদের বিশ্বাস আমরা সিরিজ জিতব। তিন মাস পর আবার খেলতে পারব এটা ভেবেই ভালো লাগছে। আল্লাহর রহমতে আবার দলে ফিরতে পেরে খুব ভালো লাগছে।' 

চোটের সময়টা সহজ ছিল না, স্বীকার করলেন তাসকিন। বিশেষ করে একজন পেসারের জন্য ইনজুরি যেন নিত্যসঙ্গী। তিনি বলেন, 'যে কোনো ক্রিকেটারের জন্য ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা কষ্টের। তবে এটা জীবন ও ক্যারিয়ারের অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের জন্য। এখন আবার ফিরতে পেরে খুশি। আশা করছি ভালো কিছু করতে পারব।'

সিরিজ জয়ে আশাবাদী তাসকিন বলেন, 'জয়-পরাজয় তো থাকবেই। তবে আমরা আমাদের সেরাটা দেব ইনশাআল্লাহ। আমি আত্মবিশ্বাসী, আমরা দুই ফরম্যাটেই ভালো করব।'