images

স্পোর্টস / ক্রিকেট

চার বলের ব্যবধানে দুই ওপেনারকে হারাল টাইগাররা

স্পোর্টস ডেস্ক

২৭ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

ব্যাট হাতে এনামুল হক বিজয়ের দুর্দশা কাটছে না কোনোভাবেই। গল টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ বিজয় কলম্বোতেও প্রথম ইনিংসে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি ব্যর্থতার ধারা বজার রাখলেন দ্বিতীয় ইনিংসেও। মারমুখী ব্যাটিংয়ে আশার আলো দেখালেও ইনিংসের শুরুতেই ফিরতে হয়েছে তাঁকে। 

কলম্বোতে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছে ২১১ রানে পিছিয়ে থেকে। দুই ওপেনার মিলে গড়েছিলেন ৩১ রানের জুটি। শুরু থেকেই কিছুটা মারমুখি ছিলেন বিজয়। ২ চার আর এক ছয়ে ১৯ রান করেছিলেন তিনি। তবে এর বেশি এগোতে পারেননি।

আসিথা ফার্নান্ডোর করা সপ্তম ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি বিজয়, ক্যাচ ওঠলে মুঠোবন্দী করেন রত্নায়েকে। বিজয় সাজঘরে ফিরেন ১৯ বলে ১৯ রান করে।

Screenshot_2025-06-27_154928

এদিকে বিজয় ফেরার পরের ওভারেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ২ চারে ১২ রান করেছিলেন তিনি। অষ্টম ওভারের দ্বিতীয় বলেই প্রবাথ জয়সুরিয়ার বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। 

দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ দলের হাল ধরেছেন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৩ রান। বাংলাদেশ পিছয়ে আছে ১৭৮ রানে।