images

স্পোর্টস / ফুটবল

‘পিএসজির বিপক্ষে মেসি যেন একটু রাগ নিয়ে খেলে’

স্পোর্টস ডেস্ক

২৬ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আগামী রবিবার ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছেন তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে। তার বর্তমান দল ইন্টার মিয়ামির কোচ ও সাবেক বার্সা সতীর্থ হাভিয়ের মাসচেরানো মনে করছেন, পিএসজির বিপক্ষে ‘একটু রাগ নিয়ে’ খেললে মেসি হয়ে উঠতে পারেন আরও বিধ্বংসী।

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুম পিএসজিতে খেলেছেন মেসি। দুইবার লিগ ওয়ান শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের সাফল্য ধরা দেয়নি। তার প্যারিস অধ্যায়টা খুব সুখকর ছিল না, ক্লাবের সমর্থকদের সঙ্গে সম্পর্কও হয়ে উঠেছিল টানাপোড়েনপূর্ণ। পরে মেসি নিজেই স্বীকার করেছিলেন, প্যারিসে তিনি “খুশি ছিলেন না”।

মেসিকে ঘিরে মাসচেরানোর আশা, "আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যখন মেসি একটু রাগ নিয়ে খেলে। সে এমন একজন খেলোয়াড়, যার মাথায় যখন কিছু গেঁথে যায়, তখন সে নিজের সেরাটা দেয়।"

২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগের সেই ঐতিহাসিক ‘রিমন্টাডা’ ম্যাচে বার্সার হয়ে খেলেছিলেন মাসচেরানো, যেখানে প্রথম লেগে ৪-০ গোলে হারের পর ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগে ৬-১ ব্যবধানে জয় এনে দিয়েছিল কাতালানরা। সেই ম্যাচে মেসি, সুয়ারেজ ও বুসকেটস খেলেছিলেন, যদিও বর্তমান ইন্টার মায়ামি ডিফেন্ডার জর্দি আলবা ছিলেন বেঞ্চে। আর তখন পিএসজির বর্তমান কোচ লুইস এনরিকে ছিলেন বার্সার হেড কোচ।

পিএসজি কোচ লুইস এনরিকের বিপক্ষে ম্যাচ নিয়ে মাসচেরানো বলেন, "লুইস এনরিক আমার বন্ধু। শুধু কোচ হিসেবে নয়, আমাদের মাঝে অনেক সুন্দর সম্পর্ক রয়েছে। তাকে আমি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কোচ মনে করি। তার বিপক্ষে খেলাটা হবে আমার জন্য গর্বের বিষয়।"

রবিবারের এই ম্যাচকে ঘিরে বাড়ছে উত্তেজনা। সাবেক ক্লাবের বিপক্ষে মেসির জ্বলে ওঠার সম্ভাবনায় চোখ রাখছে ফুটবল দুনিয়া।