স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ০২:০৮ পিএম
মিয়ামির মাঠে চোখ রাঙাচ্ছিল আর্জেন্টিনার শক্তিশালী ক্লাব বোকা জুনিয়র্স। অথচ ফুটবল বিশ্বকাপে মঙ্গলবার দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য, নিউজিল্যান্ডের অপেশাদার ক্লাব অকল্যান্ড সিটির হয়ে গোল করে দলকে ড্র এনে দিলেন এক স্কুলশিক্ষক! মাত্র ২৮ বছর বয়সী ক্রিশ্চিয়ান গ্রে পেশায় একজন শারীরিক শিক্ষা শিক্ষক। আর সেই অপেশাদার ফুটবলারের একমাত্র গোলেই ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করে তুলনামূলক দুর্বল অকল্যান্ড সিটি।
এদিন ম্যাচের পরিসংখ্যান ছিল সম্পূর্ণ বোকা জুনিয়র্সের পক্ষে, তারা নিয়েছিল ৪১টি শট। সেখানে অকল্যান্ড সিটির শট ছিল মাত্র ৩টি। তবে অল্প পাওয়া সুযোগটাই কাজে লাগান গ্রে। এই একটি গোলই অকল্যান্ডের জন্য হয়ে উঠেছে অমূল্য। কারণ তার আগে তারা হেরেছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ১০-০ এবং পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে ৬-০ ব্যবধানে।
অকল্যান্ড সিটির খেলোয়াড়রা কেউ শিক্ষক, কেউ ডেলিভারি চালক, আবার কেউ নির্মাণশ্রমিক। তারা নিজেদের খরচে অংশ নিয়েছে এই বিশ্বমঞ্চে। দলের কোচ পল পসা বলেন, ‘আমাদের ক্লাব ছোট, কিন্তু হৃদয়টা অনেক বড়। এই এক পয়েন্টই আমাদের জন্য জয়ের মতো।’
গোলদাতা ক্রিশ্চিয়ান গ্রে বলেন, ‘আমি এক ছোট শহর থেকে এসেছি। এই গোলটা যেন স্বপ্নের মতো। ক্লাবের হয়ে খেলাটা অনেক ত্যাগের দাবি রাখে, কিন্তু আজ সব কষ্ট সার্থক মনে হচ্ছে।’
অকল্যান্ড সিটির বিশ্বকাপ শেষ হয়েছে গ্রুপের শেষ দল হিসেবে। কিন্তু ফুটবল বিশ্বে তারা রেখে গেল এক ইতিহাস। যেখানে এক শিক্ষক, পেশাদারদের বিরুদ্ধে গোল করে দেখিয়ে দিলেন ফুটবলের সৌন্দর্য কেবল স্কোরবোর্ডেই নয়।