স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ১০:১৯ এএম
শ্রীলঙ্কা সফরের শুরুটা হয়েছিল গল টেস্ট দিয়ে। সেখানে দারুণ খেলেছে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে দাপটের সঙ্গে ড্র করেছে নাজমুল হোসেন শান্তর দল। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে দুই দল। এই ম্যাচে যে জিতবে সিরিজ তাদের। এমন ম্যাচে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
আজ বাংলাদেশের একাদশে জাকের আলীকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে। হাসান মাহমুদ চোট নিয়ে ছিটকে গেছেন। তার জায়গায় লম্বা সময়ের পর একাদশে ফিরেছেন এবাদত হোসেন অপরদিকে কলম্বো টেস্টে অভিষেক হচ্ছে শ্রীলঙ্কান অলরাউন্ডার সোনাল দিনুশার।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও এবাদত হোসেন।