স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ১০:০৮ এএম
নেইমারের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে। এখান থেকেই তার পায়ের জাদু ছড়িয়ে পড়েছিল বিশ্বমঞ্চে। এরপর বার্সেলোনা, পিএসজি হয়ে সৌদি আরবের আল হিলাল- কিন্তু মনটা যেন পড়ে ছিল সেই সান্তোসেই। চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর আবার ফিরে আসেন নিজের শেকড়ে। শুরুতে চুক্তি ছিল মাত্র ছয় মাসের।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন পুরনো ভালোবাসা আরও গাঢ় হয়ে উঠেছে। শৈশবের ক্লাব সান্তোসে আরও ছয় মাস থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সান্তোস ক্লাব মঙ্গলবার ঘোষণা দিয়েছে, নেইমার ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের সঙ্গে থাকবেন। এই চুক্তিতে ভবিষ্যতের দরজা খোলা রাখা হয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত, চুক্তি বাড়ানোর সুযোগ থাকবে।
সান্তোসের বিবৃতিতে নেইমার বলেছেন, 'আমি আমার হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস শুধু আমার ক্লাব নয়, এটা আমার ঘর, আমার শেকড়, আমার অতীত, আমার জীবন।'
তিনি আরও বলেছেন, 'এখানে আমি ছিলাম ছোট ছেলে, যে আজ বড় হয়েছে। আমি এখানে সত্যিই ভালোবাসা অনুভব করি। আমি নিজের মতো থাকতে পারি, সত্যিই খুশি। আমার জীবনের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চাই। কিছুই আমাকে থামাতে পারবে না।'
নেইমার শেষে বলেছেন, 'আমি যাই, ফিরে আসি, থাকি। যেখানে শুরু হয়েছিল, যেখানে এর কখনও শেষ হবে না।'