images

স্পোর্টস / ক্রিকেট

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব, জয়ে চোখ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০২৫, ১২:৩৭ পিএম

হেডিংলিতে ইংল্যান্ড-ভারতের প্রথম টেস্টের শেষ দিনে জয়ের লক্ষ্যে নামছে দুই দলই। ইংলিশ পেসার জশ টাংয়ের কথায় পরিষ্কার, ড্র নিয়ে কোনও ভাবনাই নেই তাদের ড্রেসিংরুমে। এ দৃষ্টিভঙ্গিকে ভারতীয় ব্যাটার কেএল রাহুল দেখছেন ভারতের পক্ষে সুযোগ হিসেবেই।

প্রথম টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৭১ রান, হাতে রয়েছে ১০ উইকেট এবং ৯০ ওভার। যদিও শেষ দিনে আবহাওয়া কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা, তবে টাং বলছেন, ইংল্যান্ড শুধু জয়ের জন্যই খেলবে।

তিনি বলেন, “আমরা শুধু জয় চাই। ড্র আমাদের জন্য কোনো ফল নয়। ড্রেসিংরুমে সবাই এটাই বলছে, ইতিবাচক মনোভাব নিয়ে নামতে হবে। ভারত অবশ্যই ভালো বোলিং করবে, আমাদের সেই চাপটা সামলে আবার পাল্টা দিতে হবে।”

তৃতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করা রাহুলও বলছেন, ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটই ভারতের জন্য বাড়তি সুযোগ তৈরি করবে। “একটা ফল অবশ্যই হবে,” বলেন রাহুল। “ইংল্যান্ড নিজে থেকেই সেটা বলছে, এবং তাদের খেলার ধরনও তাই বলে। তারা নিশ্চিতভাবেই আগ্রাসী ব্যাটিং করবে, যা আমাদের বোলারদের সুযোগ করে দেবে উইকেট নেওয়ার।”

Screenshot_2025-06-24_124041

রাহুল জানালেন, শেষ দিন উইকেট আরও ভাঙবে বলে প্রত্যাশা করছেন তারা। “আজ আমি অনেকক্ষণ ব্যাট করেছি, কিন্তু একবারের জন্যও মনে হয়নি সেট হয়েছি। উইকেটটা খারাপ অবস্থায় আছে, আগামীকাল আরও ভেঙে পড়তে পারে। এটা মাথায় রেখেই পরিকল্পনা করতে হবে, কী লাইন-লেন্থে বল করলে উইকেট নেয়া সম্ভব।”

৩৩৩ রানে ৪ উইকেট থেকে ভারত ইনিংস শেষ করে ৩৬৪ রানে। রাহুল বললেন, তারা অন্তত ৪০-৫০ রান বেশি চেয়েছিলেন। “আমরা ভেবেছিলাম হয়তো শেষ সেশনে তাদের কিছু ওভার ব্যাট করিয়ে একটা-দুটা উইকেট তুলে নিতে পারি,” বলেন রাহুল। “আমরা যে অবস্থানে ছিলাম, সেখান থেকে আরও কিছু রান তোলা উচিত ছিল।”

দিনের শেষ ৬ ওভার নির্বিঘ্নে কাটিয়ে জয়ের আশা বাড়ছে ইংল্যান্ড শিবিরে। টাং বলেন, “আমাদের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। আমরা ইতিবাচক ক্রিকেট খেলি। ৩৭১ রান তাড়া করা সম্ভব। কাল শুরুতে ৩০-৪৫ মিনিট গুরুত্বপূর্ণ হবে। সেটা পার করতে পারলেই ম্যাচ আমাদের দিকে ঝুঁকবে।”

শেষ দিনে দুই দলের মিশন পরিষ্কার- ফল চাই, ড্র নয়। হেডিংলির উইকেট, আবহাওয়া আর এক ঝাঁক আগ্রাসী ক্রিকেটার মিলিয়ে ম্যাচে এখনো নাটকীয় মোড় নেওয়ার সব সম্ভাবনাই খোলা।