স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৫, ০৫:১২ পিএম
লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত এক পাঁচ উইকেটের পরফরম্যান্স দিয়েছেন জসপ্রিত বুমরাহ। তবে সেই স্পেলটা আরও ভালো হতে পারতো যদি না তার বলেই তিনটি সহজ ক্যাচ মিস হতো। তবুও, ২৪.৪ ওভারে ৮৩ রানে ৫ উইকেট তুলে নিয়ে নিজের জাতটা চেনালেন অভিজ্ঞ এই পেসার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বুমরাহ বলেন, “এক মুহূর্তের জন্য খারাপ লাগতেই পারে (ক্যাচ মিস নিয়ে), কিন্তু আপনি যদি সেটা নিয়ে বসে কাঁদেন, তাহলে আর খেলায় ফেরা যায় না। আমি চেষ্টা করি এগুলো মাথায় না রাখার। যারা নতুন এসেছে, তাদের জন্য এই কন্ডিশনে বল দেখা কঠিন। কেউ ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না, এটা খেলারই অংশ। সময়ের সঙ্গে শিখে যাবে ওরা। আমি চাই না ওদের ওপর বাড়তি চাপ দিতে, তাই খেপে গিয়ে বল লাথি মেরে বসি না।”
সেই ইনিংসে বুমরাহ প্রায় একক প্রচেষ্টায় তুলে নিয়েছেন ৫টি উইকেট। এর মধ্যে বেন ডাকেট, অলি পোপ ও হ্যারি ব্রুকের ক্যাচ ফেলেছেন যশস্বী জয়সওয়াল। ব্রুককে একবার শূন্য রানে আউটও করেছিলেন বুমরাহ, কিন্তু সেটি পরে নো বল হিসেবে ঘোষণা হয়।
এই স্পেল বুমরাহকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। সেনা দেশে এবার নিয়ে মোট ১০ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। এই মাইলফলকে পৌঁছানো প্রথম ভারতীয় তিনি। আর মাত্র দুটি ‘ফাইফার’ নিলেই ছাড়িয়ে যাবেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে (১১ বার)। বিদেশের মাটিতে এটি বুমরাহর ১২তম পাঁচ উইকেট শিকার, যা সমান হয়ে গেছে কপিল দেবের রেকর্ডের সঙ্গে।
টেস্ট অধিনায়কত্ব না নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বুমরাহ বলেন, “এখানে কিছু বড় কারণ নেই। আমি আমার শরীরের যত্ন নিতে চেয়েছি। যাঁরা আমার অস্ত্রোপচার করেছেন, তাঁদের সঙ্গে পরামর্শ করে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই না, দলের জন্য বোঝা হয়ে উঠতে। অধিনায়ক হলে নিয়মিত খেলতেই হবে। আমি যদি ফিট না থাকি, সেটা দলের প্রতি অবিচার। দলের ধারাবাহিকতা প্রয়োজন। আমি খেলোয়াড় হিসেবে পুরো অবদান রাখতে চাই।” তিনি আরও বলেন, “ভারতীয় ক্রিকেটের চেয়ে বড় কিছু নেই। জেতার জন্য খেলাটাই আসল।”