স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
চলছে ফিফা ক্লাব বিশ্বকাপের খেলা। ফিফার এ টুর্নামেন্টে শিরোপার লক্ষ্যে ম্যানচেস্টার সিটিও। তবে ক্লাব বিশ্বকাপ জিতলেও গত মৌসুমের হতাশা ভুলতে পারবেন না বলেই সাফ জানিয়ে দিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। তার মতে, এই ট্রফি সিটির আগের মৌসুমের হতাশা ঘোচাতে পারবে না।
আট বছর পর কোনো বড় শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছে সিটি। যদিও চলতি মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ড জিতেছে দলটি। প্রিমিয়ার লিগে তারা শেষ করেছে তৃতীয় স্থানে, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতেও পৌঁছাতে পারেনি, আর এফএ কাপের ফাইনালে হেরে গেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।
যুক্তরাষ্ট্রে আয়োজিত নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ইংল্যান্ডের দুই দলের একটি সিটি (আরেকটি চেলসি)। ইতোমধ্যে গ্রুপ জি-তে মরোক্কোর ক্লাব উইদাদ এসিকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তারা। রবিবার আটলান্টায় আরব আমিরাতের ক্লাব আল আইনকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে সিটির।
এর আগে গার্দিওলা বলেন, “অনেকবার বলেছি, গত মৌসুমটা আমাদের ভালো যায়নি। প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলব, মানে আমাদের চেয়ে ৭০টা দল খারাপ ছিল। এফএ কাপের ফাইনালে আমরা দারুণ খেলেছিলাম। কিন্তু চ্যাম্পিয়নস লিগে যা করেছি, সেটা হতাশাজনক। সেটা মেনে নেওয়া কঠিন।”
“এই প্রতিযোগিতা জিতলে আগের সব ভুল ঠিক হয়ে যাবে, এমন নয়। আমার লক্ষ্য এখন শিরোপা নয়, বরং এখানে আরও কিছুদিন থাকতে পারা। দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর জন্য এই টুর্নামেন্ট অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ইউরোপিয়ান দলগুলোর কাছে এটা কেবল ‘একটা’ বিশ্বকাপ।”
আল-আইনের কোচ এবং ওয়াটফোর্ডের সাবেক ম্যানেজার ভ্লাদিমির ইভিচ বলেন, “আপনি যখন সেরাদের বিপক্ষে খেলেন, তখন নিজেকেও সেরা হিসেবে প্রমাণ করতে চান। আমি নিশ্চিত আমার খেলোয়াড়েরা শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে।”