স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন টাইগার ব্যাটাররা। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাদমান ইসলামদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে দুই ইনিংসেই বড় সংগ্রহ গড়ে সফরকারীরা।
এদিকে ব্যাত হাতে অনেকেই ভালো খেললেও চোখে পড়েছে ওপেনার এনামুল হক বিজয়ের ব্যর্থতা। প্রথম ইনিংসে তিনি ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও করতে পারেন কেবল ৪ রান।
তবে বিজয়ের এমন ব্যর্থতার পরও তাঁকে আরও সুযোগ দেওয়ার পক্ষে বাংলাদেশ সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘এনামুল হক বিজয় দলে এসেছেন পারফর্ম করেই। জনপ্রিয়তা দিয়ে কেউ দলে ঢুকে না, আমি মনে করি না। ও প্রথম শ্রেণীর ক্রিকেটেও কিন্তু ভালো রান করে। সাদা বলের রেকর্ড দেখে নেয়া হয়েছে৷ কিন্তু ওর লাল বলের রেকর্ডও কিন্তু অনেক ভালো।’
তিনি আরও বলেন, ‘খুলনা বিভাগের পক্ষে একদম তালিকার শুরুতেই থাকে। এজন্যই তাকে রাখা হয়েছে। তবে ঘরোয়ার যেই ফর্মটা, সেটা আন্তর্জাতিকে দেখাতে পারেনি। আমার মনে হয় সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা দুজন ওপেনারই নিয়ে গেছি। শুরুতে তো শোনা গিয়েছিল শান্তকে দিয়ে ওপেনিং করার কথা ভাবা হচ্ছে। কিন্তু আমি কঠোরভাবে বিরোধিতা করেছি। ওপেনিং একটা বিশেষায়িত জায়গা, যারা ওপেনার তাদেরই ওপেনিং করা উচিত। ওপেনার আমরা দুজন নিয়েছি, তাদেরকেই একটা সু্যোগ দেয়া উচিত।’