স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫, ০৫:২৭ পিএম
১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল ট্রফি হাতে তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ও তার দল যখন উদযাপনে মেতে উঠেছিলেন, তখনই চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরের দৃশ্য হয়ে ওঠে বিভীষিকাময়। প্রিয় দলের এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিল লাখও মানুষ। আর সেই ভিড়েই পদদলিত হয়ে মৃত্যু হয় ১১ জনের, আহত হন আরও ৫৬ জন।
এই মর্মান্তিক ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। ভবিষ্যতে যেন এমন না ঘটে, তাই নির্দেশিকা আনছে বোর্ডটি। গত ১৪ জুন বৈঠকে নির্দেশিকা গঠনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-সভাপতি রাজীব শুক্লা ও কোষাধ্যক্ষ প্রভাতেজ সিং ভাটিয়াকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে। ১৫ দিনের মধ্যে নির্দেশিকা তৈরি করতে বলা হয় তাদের।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার বরাতে ভারতের সংবাদমাধ্যমে খবর, বোর্ড বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঝুঁকির দিক বিবেচনায় নেয়া হচ্ছে। একইসঙ্গে আইপিএলে শিরোপা জয়ের পর জনসমাগমে উদযাপন করতে চাইলে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক নির্দেশিকা মানতে হবে।
আইপিএলে শিরোপা উৎসব নিয়ে যে নির্দেশিকাগুলো আনছে বিসিসিআই-
-শিরোপা জয়ের ৩ থেকে ৪ দিনের মধ্যে কোন উদযাপন করা যাবে না।
-বিশৃঙ্খলা এড়াতে হুটহাট ও তাড়াহুড়া করে কোন আয়োজনে অনুমতি দেয়া হবে না।
-উদযাপনের জন্য কোন ইভেন্ট আয়োজনে বিসিসিআই থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে।
-বোর্ডের লিখিত অনুমোদন ছাড়া কোন ইভেন্ট আয়োজন করা যাবে না।
-৪ থেকে ৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক থাকতে হবে।
-প্রতিটি ভেন্যু ও যাতায়াত পথে বহু-স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।
-বিমানবন্দর থেকে ইভেন্ট ভেন্যু পর্যন্ত দলের চলাচলের সময় সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
-খেলোয়াড় ও স্টাফদের জন্য ইভেন্টজুড়ে পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে।
-জেলা পুলিশ, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে।
-সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক ছাড়পত্র নিয়ে আয়োজন করতে হবে।