স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৫, ০২:০৮ পিএম
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে নজর কেরেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। তবে প্রথম দিনের খেলার শেষে প্রশংসার পাশাপাশি বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। কারণ, গিল টেস্ট ম্যাচ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এমসিসির কোড লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সূত্রপাত ম্যাচের প্রথম দিনেই। গিলকে মাঠে কালো রঙের মোজা পরে খেলতে দেখা গেছে। অথচ ২০২৩ সাল থেকে এমসিসির ১৯.৪৫ ধারা অনুযায়ী, টেস্ট ম্যাচে অংশগ্রহণকারী ক্রিকেটারদের শুধুমাত্র সাদা, ক্রিম বা হালকা ধূসর রঙের মোজা পরার অনুমতি রয়েছে। এই নিয়ম মূলত ক্রিকেটের ঐতিহ্য ও ভিজ্যুয়াল ভারসাম্য বজায় রাখার জন্যই প্রণীত হয়েছে।
প্রায় সব আন্তর্জাতিক খেলোয়াড়ই এই নিয়ম যথাযথভাবে মেনে চলেন। তবে শুভমান গিল ব্যতিক্রম। কালো মোজা পরে মাঠে নামার কারণে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আর সেখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। তবে কি নিয়ম ভেঙেছেন ভারতীয় অধিনায়ক?
এখন এই প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। যদি তিনি মনে করেন গিল ইচ্ছাকৃতভাবে বা অবহেলাবশত নিয়ম ভেঙেছেন, তবে আইসিসির আচরণবিধি অনুযায়ী তার ম্যাচ ফি'র ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।
যদিও এখনও পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি আসেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে, তবে বিষয়টি যে আইসিসি’র নজরে এসেছে, তা স্পষ্ট।