images

স্পোর্টস / ক্রিকেট

চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০২৫, ০৬:৩০ পিএম

গল টেস্টে চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিড পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ৪৯৫ রানে অল আউট হওয়ার লঙ্কানরা থামে ৪৮৫ রানে। এরপর ১০ রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে সফরকারীরা। শুরুতেই এনামুল হক বিজয় আউট ও মমিনুল হক আউট হলেও ওপেনার সাদমান ইসলামের ৭৬ ও নামজুল শান্তর ৫৬ রানের ইনিংসের সুবাদে চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৭৭ রান। ফলে লিড ১৮৭ রানের। 

নাইম হাসানের ফাইফার ও হাসান মাহমুদের ৩ উইকেটের সুবাদে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৪৮৫ রান করে অল আউট হয় শ্রীলঙ্কা। এরপর ব্যাত করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা।

প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হওয়া ওপেনার এনামুল হক বিজয় দ্বিতীয় ইনিংসের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এরপর আরেক ওপেনার সাদমান ইসলামের সঙ্গী হন মমিনুল হক। দুজন মিলে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে চা বিরতির আগেই ফিরেন মমিনুলও। 

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০ বলে শূন্য রানে আউট হন বিজয়। এরপর দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারলেও ২০ বলে ৪ রান করেই আউট হন বিজয়। প্রবাত জয়াসুরিয়ার করা ৮ম ওভারে পঞ্চম বলে ব্যাট চালিয়ে আউট হন তিনি। 

এদিকে বিজয় ফেরার পর ক্রিজে সাদমানের সঙ্গী হন মমিনুল। সাদমানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন মমিনুল। দুজন স্বচ্ছন্দেই খেলছিলেন। তবে চা বিরতির আগে মিলান রত্নায়েকের বলে আউট হন মমিনুল। সাজঘরে ফেরার আগে তিনি ৪০ বলে করেন ১৪ রান। 

মমিনুল ফেরার পর ক্রিজে সাদমানের সঙ্গী হন অধিনায়ক শান্ত। আগের ইনিংসে দেড়শর বেশি ব্যক্তিগত রানের ইনিংস খেলা শান্ত দ্বিতীয় ইনিংসেও আছেন দুর্দান্ত ছন্দে। শান্তকে সঙ্গে নিয়ে সাদমান গড়েন ৬৮ রানের জুটি। ৭৬ রান করে আউট হন সাদমান। 

এরপর ক্রিজে শান্তর সঙ্গী হন মুশফিকুর রহিম। আগের ইনিংসে এ দুজন মিলে বিশাল এক জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও এ দুজন হাল ধরেছেন। চতুর্থ দিন শেষে অপরাজিত আছেন দুজনই। এ দুজনের ৪৯ রানের জুটিতে দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশ পেয়েছে ৩ উইকেটে ১৭৭ রানের দেখা। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন।