স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫, ০১:৫০ পিএম
ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার বিশ্বাস করেন, ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে জয় পাবে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। কোহলি-রোহিতহীন এই সিরিজে ভারতের জন্য এটা হতে যাচ্ছে এক নতুন যুগের সূচনা।
আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে গিল প্রথমবারের মতো ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নামছেন, যেখানে অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ নিয়েই খেলবে ভারত। তবুও ভারতের জয়ই দেখছেন টেন্ডুলকার ইএসপিএনক্রিকইনফোকে শচীন বলেন, “আমি ৩-১ ব্যবধানে ভারতের জয় ধরেই নিচ্ছি।”
শচীনের মতে, এই সিরিজে ভারতীয় পেস আক্রমণের মূল ভরসা হবেন জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ড সফরের প্রস্তুতির অংশ হিসেবে বেকেনহ্যামে অনুশীলনের সময়েই বুমরাহ দেখিয়েছেন, উইকেট সহায়তা ছাড়াও কীভাবে বিপদ ঘটাতে হয়।
শচীন বলেন, “এই সিরিজে আমাদের বোলিং আক্রমণ অনেকটাই নির্ভর করবে বুমরাহর ওপর এবং বাকিরা তাকে কীভাবে সাপোর্ট করে তার ওপর। বুমরাহ তো নিঃসন্দেহে আমাদের মূল স্ট্রাইক বোলার। তার পাশাপাশি প্রসিদ্ধ খুব ভালো ফর্মে আছে। আর্শদীপ, শার্দুল, নিটেশ রেড্ডি – এরা সবাই ভালো সাপোর্ট দিতে পারবে। হার্শিত রানার কথাও বলতে হবে। জাদেজা, কুলদীপ – মিলিয়ে আমাদের বোলিং আক্রমণ অনেক ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। আশা করছি ভালো কিছুই হবে।”
তবে সিরিজের সব ম্যাচে বুমরাহকে দেখা যাবে না। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে চোট পাওয়ার পর থেকেই তার ফিটনেস ম্যানেজমেন্টে সতর্ক বিসিসিআই।
ভারতের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছিলেন, “বুমরাহ আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই ওকে টানা টেস্টে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। ওর ওপর বাড়তি চাপ দেওয়া ঠিক হবে না।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি বুমরাহর, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে ফেরেন মাঠে। তবে এখনো ঠিক হয়নি, কোন কোন টেস্টে মাঠে নামবেন তিনি। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, ইংল্যান্ডে গিয়ে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, কোন ম্যাচগুলোতে বুমরাহ খেলবেন।
তবে একটা ব্যাপার স্পষ্ট- এই সিরিজে বুমরাহর প্রত্যাবর্তন আর শুবমান গিলের নতুন নেতৃত্বে ভারতের পারফরম্যান্স, দুটোই চোখ রাখার মতো ঘটনা হতে চলেছে।