স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫, ১২:৪২ পিএম
গল টেস্টের প্রথম ইনিংসে শেষে বাংলাদেশ লিড পেতে পারে, এমন ধারণা হয়তো করেছিলেন অনেকেই। তবে সে আশা ফিকে হয়ে এসেছে। ১২০ রানে পিছিয়ে চতুর্থ দিন শুরু করা লঙ্কানরা আজ শুরুতেই দুই উইকেট হারালেও কামিন্দু মেন্ডিসের দুর্দান্ত ইনিংসের সুবাদে টাইগারদের বিপক্ষে ব্যবধান অনেকটাই কমিয়েছেন স্বাগতিকরা। মধ্যাহ্নবিরতির আগে মিলান রত্নায়েকের সঙ্গে মেন্ডিসের গড়া ৭৯ রানের ইনিংসের সুবাদে ব্যবধান ৩০ এ নামিয়ে এনেছে শ্রীলঙ্কা।
৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। ৩৭ রানে অপরাজিত থাকা মেন্ডিস আর ১৭ রানে অপরাজিত থাকা ধনঞ্জায়া ডি সিলভা আজ চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে। দিনের শুরুতেই সাজঘরের পথ ধরেন ধনঞ্জায়া। নাইম হাসানের বলে উইকেট রক্ষক লিটন দাসের গ্লাভস বন্দী হয়ে ১৯ রান করে আউট হন এই ব্যাটার।
এরপর ক্রিজে কামিন্দুর সঙ্গী হন কুশল মেন্ডিস। তবে এ জুটিও বড় হতে দেননি হাসান মাহমুদ। টাইগার এই পেসারের বলে কট বিহাইন্ড হয়ে আউট হন কুশল। দ্রুত দুই উইকেট হারালেও পরে মিলানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন কামিন্দু।
এ দুজন মিলে প্রথম সেশনের বাকিটা বেশ ভালোভাবেই সামলেছেন। দুজন মিলে ৭৯ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার স্কোরকার্ডে রান যোগ করেছেন। এ দুজনের ব্যাটেই এখন লিড নেওয়ার স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। কামিন্দু আছেন শতকের পথে, ৮৩ রানে অপরাজিত আছেন তিনি, মিলান খেলছেন ৩৮ রানে।
মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান।