স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫, ১১:৩৩ এএম
মাঠে নামলেন, ফ্রি-কিক নিলেন, গোল করলেন, আরও একবার লিওনেল মেসি প্রমাণ করলেন কেন তিনি ইতিহাসের অন্যতম সেরা। সম্প্রসারিত ফিফা ক্লাব বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করলেন ঠিক তার মতো করেই- চমৎকার এক ফ্রি-কিকে। আর এই গোলেই ইন্টার মায়ামি পেল ২-১ ব্যবধানের দারুণ এক জয়, তাও দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পোর্তোর বিপক্ষে।
ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দুই মিনিটের মাথায় মার্সেলো ওয়েইগান্টের ক্রসে হেড করে সমতা ফেরান তেলাস্কো সেগোভিয়া।এরপরই মঞ্চ সাজানো হলো মেসির জন্য। ম্যাচের ৫৪তম মিনিটে মাঝমাঠ দিয়ে দৌড় দিয়ে এগোচ্ছিলেন মেসি। পোর্তোর রড্রিগো মোরার ফাউলে ডান দিকের পেনাল্টি বক্সের একটু বাইরে থেকে ফ্রি-কিক পেল ইন্টার মায়ামি।
স্টেডিয়ামে তখন গলা ফাটাচ্ছেন দর্শকরা- “মেসি! মেসি! মেসি!” আর সেই গর্জনেই যেন আরও জ্বলে উঠলেন মেসি। বাঁ পায়ের ফ্রি-কিক পোর্তোর দেয়াল পেরিয়ে গিয়ে জাল কাঁপিয়ে তোলে ডান দিকের উঁচু কোনায়। গোলকিপার কিছুই করতে পারেননি। ২-১ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “মেসি আমাদের পথ দেখায়, কীভাবে লড়াই করতে হয়, কীভাবে প্রতিযোগিতা চালিয়ে যেতে হয়। তার ক্ষুধা, মানসিকতা ও জেতার ইচ্ছা সবসময়ই অবাক করে।” তিনি আরও যোগ করেন, “প্রথমার্ধেও আমরা দুর্দান্ত খেলেছি। ছেলেরা বুঝেছে তারা পারবে। দল হিসেবে খেললে, একসঙ্গে থাকলে আমরা অসাধারণ কিছু করতে পারি।”
পোর্তোর হয়ে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেছিলেন সামু ওমোরোডিওন। ভিডিও রিভিউর পর পেনাল্টি মেলে এবং তিনি সুযোগটা কাজে লাগান। ম্যাচ শেষে পোর্তো কোচ মার্টিন আনসেলমি বলেন, “মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সবাই জানে সে কী করতে পারে মাঠে।”
এই জয়ে গ্রুপ ‘এ’ তে শীর্ষে উঠে এসেছে ইন্টার মায়ামি। আগামী সোমবার হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে শেষ ষোলো।অন্যদিকে, তিন পয়েন্ট পাওয়ার আশায় পোর্তো এখন মুখোমুখি হবে মিশরের আল আহলির সঙ্গে, ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফিফা ক্লাব বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন খুঁজছে বিশ্ব। আর লিওনেল মেসি যেন নিজের পায়ে ভর করেই নিয়ে যাচ্ছেন ইন্টার মায়ামিকে সেই লক্ষ্যে।