স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫, ১২:১৩ পিএম
নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেল ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কাইলিয়ান এমবাপে ছাড়া মাঠে নামা স্প্যানিশ জায়ান্টরা শেষ মুহূর্তে পেনাল্টি মিস করায় সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে।
বুধবার রাতে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল রিয়াল মাদ্রিদের দাপটে। প্রথম ৩০ মিনিট আল হিলালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ৩৪ মিনিটে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর পাস থেকে গঞ্জালো গার্সিয়ার দারুণ গোলে লিড নেয় স্প্যানিশ ক্লাবটি।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আল হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস। ফলে ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ রক্ষণাত্মক ফুটবল খেলে, তৈরি হয়নি উল্লেখযোগ্য গোলের সুযোগ। তবে ম্যাচের ৮৭তম মিনিটে রিয়ালের সামনে আসে জয়ের সুবর্ণ সুযোগ। ফ্রান গার্সিয়াকে বক্সে ফাউল করেন কাহতানি, ভিএআরের সহায়তায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
তবে হতাশ করেন ফেদেরিকো ভালভার্দে। তার নেওয়া শটটি চমৎকারভাবে ঠেকিয়ে দেন আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বোনো। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এদিকে রাতের অন্য ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাঙ্কার বিপক্ষে ২-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সিটিকে লিড এনে দেন ফিল ফোডেন। এরপর ৪২ মিনিটে জেরেমি ডকুর গোল সিটির জয় নিশ্চিত করে।
২০২২ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে এই আল হিলালকেই ৫-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার শুরুতেই পয়েন্ট খোয়ালো তারা।