images

স্পোর্টস / ক্রিকেট

মুশফিকও ফিরলেন দুশোর আগেই

স্পোর্টস ডেস্ক

১৮ জুন ২০২৫, ০৫:৪২ পিএম

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ব্যাট করছে ৫ উইকেটে ৪৫৮ রানে। বড় সংগ্রহ পাওূয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম দিনে শুরুতেই ৩ উইকেট হারানোর পর এ দুজন মিলেই দলের হাল ধরেন। দুজনই প্রথম দিনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। দুজনের কাছেই ডাবল সেঞ্চুরি প্রত্যাশা করেছিলেন সমর্থকরা। তবে শান্তর মতোই দ্বিশতকের দেখা পেতে ব্যর্থ হলেন মুশফিকও।

আজ দ্বিতীয় দিনের ব্যাট করতে নামার পর শুরুতেই আউট হন শান্ত। দেড়শ থেকে ২ রান দূরে থাকতেই বিদায় নেন তিনি। মুশফিক অবশ্য ব্যক্তিগত দেড়শ রানের মাইলফলক পেরিয়েছেন। তবে ডাবল সেঞ্চুরি হল না তার। 

শান্তর সঙ্গে ২৬৪ রানের বিশাল জুটী গড়েছিলেন মুশফিক। শান্ত আউট হওয়ার পর লিটনের সঙ্গেও দুর্দান্ত ছন্দে ব্যাত করেছেন মিস্টার ডিপেন্ডেবল। এ দুজন মিলে গড়েছিলেন ১৪৯ রানের জুটি। তবে বৃষ্টির পর আবার খেলা শুরু হলে, দলীয় ৪৫৮ রানের সময় আসিথা ফার্নান্দোর বলে আউট হন মুশফিক। ফেরার আগে তিনি করেছেন ৩৫০ বলে ১৬৩ রান। 

এদিকে লিটন দাস ছিলেন সেঞ্চুরি ছোঁয়ার দ্বারপ্রান্তে। তবে মুশফিক ফেরার পরই আউট হন তিনিও। লিটন আউট হলেন ব্যক্তিগত ৯০ রানে।