images

স্পোর্টস / ক্রিকেট

গলে তিন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০২৫, ০১:০৯ পিএম

আইসিসি টেস্ট চ‌্যাম্পিয়নশিপ বা টেস্ট বিশ্বকাপের চতুর্থ চক্রের খেলা শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজ দিয়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। তবে শুরুটা মোটেও প্রত্যাশামাফিক হয়নি টাইগারদের। প্রথম সেশন শেষে ৩ উইকেটে ৯০ রান তুলে কিছুটা চাপে থেকেই লাঞ্চে গেছে বাংলাদেশ।

সকালে ইনিংস শুরু করেন ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৫ রানের মাথায় সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়।

আসিথা ফার্নান্ডোর করা পঞ্চম ওভারের তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে থাকা একটি ভালো লেংথের ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন বিজয়। ১০ বল খেলে শূন্য রানেই বিদায় নিতে হয় তাকে। এরপর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক।

দ্বিতীয় উইকেট জুটিতে ধীরে সুস্থে খেললেও ভুল করেন সাদমান। থারিন্দু রথনায়েকের ডেলিভারিতে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৪ রান।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংস মেরামতের চেষ্টা করেন মুমিনুল হক। কিন্তু তিনিও ব্যর্থ হন। থারিন্দুর বাইরের বল খেলে স্লিপে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। ফলে বাংলাদেশ হারায় তৃতীয় গুরুত্বপূর্ণ উইকেট। শুরুতেই তিন টপ অর্ডার ব্যাটারের বিদায়ে চাপে পড়ে সফরকারীরা।

এমন অবস্থায় ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুই ব্যাটারই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। শান্ত ৪৩ বলে ২৫ রান করে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ৩১ বলে ২০ রান করে মুশফিকুর রহিমও রয়েছেন উইকেটে।