স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫, ০৯:০৬ পিএম
রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসোর অধীনে অনেক কিছু জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সদ্য শেষ হওয়া লা লিগা মৌসুমের পর কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেন।শিরোপার সংখ্যার বিচারে তাঁর দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সবচেয়ে সফল কোচ হিসেবে নাম লেখান ইতালিয়ান এই কোচ। এদিকে আনচেলত্তির বিদায়ের পর জাবি আলোনসোকে দায়িত্ব দেওয়া হয়।
বায়ার লেভারকুজেনের হয়ে দুর্দান্ত দুই মৌসুম কাটিয়ে আসেন তিনি, ২০২৩-২৪ মৌসুমে অপরাজিত থেকে জিতেছেন বুন্দেসলিগা এবং ডিএফবি-পোকাল ট্রফি, যা তার কোচিং সামর্থ্যর বড় প্রমাণ।
এদিকে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের নতুন চুক্তি নিয়ে এখনো আলোচনা চলছে। কিলিয়ান এমবাপ্পের পর গত মৌসুমে দলটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। লা লিগায় করেছেন ১১ গোল। গোল বানিয়ে দেওয়ার তালিকায় শীর্ষেও ছিলেন, ৮টি অ্যাসিস্ট ছিল তার, যা ছিল জুড বেলিংহামের সমান। নতুন কোচ আলোনসোর অধীনে খেলতে মুখিয়ে আছেন ভিনিসিয়ুস।
তিনি বলেন, "আমি আগেই কোচের সঙ্গে কথা বলেছি। খুব খুশি আমি। আমাদের অনেক কিছু জেতার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমরা কঠিন অনুশীলন করছি।"
নতুন মৌসুম শুরুর আগে দলবদলেও বেশ সক্রিয় ছিল রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে তিনজনকে দলে টেনেছে ক্লাবটি। প্রিমিয়ার লিগ থেকে আসা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং ডিন হুইসেন ইতোমধ্যে ক্লাব বিশ্বকাপে খেলার জন্য দলে ঢুকে গেছেন। এছাড়া আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো ১৮ বছর পূর্ণ করে ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।
ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক বিরতির পর সম্প্রতি রিয়াল মাদ্রিদে ফেরেন ভিনিসিয়ুস। এখনো নতুন সতীর্থদের সঙ্গে বেশি কথা হয়নি তাঁর, তবে দল নিয়ে ভীষণ আশাবাদী এই তরুণ। "ওদের সঙ্গে এখনো খুব বেশি কথা হয়নি। তবে আমি খুশি যে তারা এসেছে, দলে পয়েন্ট যোগ করার মতো পারফরম্যান্স দেবে বলেই বিশ্বাস। এখানে ওদের জন্য দারুণ একটা সময় অপেক্ষা করছে," বলেছেন ভিনিসিয়ুস।
নতুন মৌসুমে নতুন কোচ, নতুন সতীর্থ আর পুরোনো তারকাদের নিয়ে নতুন করে পথচলা শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর সেই যাত্রায় বড় ভূমিকা রাখতে মুখিয়ে আছেন ভিনিসিয়ুস জুনিয়র।