স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫, ০৬:০৩ পিএম
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এর আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ শুরুর আগে থেকেই আলোচনা চলছে শান্তর ওপেনিংয়ে খেলা নিয়ে। তবে এ নিয়ে আগে থেকেই কোনো কথা বলতে চান না শান্ত।
শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই বলতে চাই। কারণ, আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক। কাল আমরা কী কম্বিনেশনে যাব, তাঁর ওপর নির্ভর করে ১১ জনের দল সাজানো হবে।’
এদিকে শ্রীলঙ্কা পৌঁছেই জ্বরে আক্রান্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার খেলা না খেলার উপরও নির্ভর করছে দলের কম্বিনেশন। শান্ত বলেন, ‘এখনো মিরাজের শরীরটা খারাপ আছে, (তবে) উন্নতি করছে। ওর খেলা না–খেলার ওপরে অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে নামতে পারব।’
জিম্বাবুয়ে সিরিজে এক ম্যাচ হারের প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে হয় যে অতীতে আমরা জিম্বাবুয়ের সঙ্গে কী সিরিজ খেলেছি, ওটা নিয়ে খুব বেশি আগানো ঠিক হবে না। কারণ, আমরা যদি লাস্ট ম্যাচের কথা বলেন, খুব ভালো স্মৃতি। আগের ম্যাচটা আমরা হেরেছিলাম, কিন্তু পরের ম্যাচে যেভাবে কামব্যাক করেছিল দলটা, আমার মনে হয় ওটাই দলকে মোটিভেট করবে।’
শ্রীলঙ্কা সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করছে বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের। সে অভিজ্ঞতা কাজে লাগিয়েই ভালো কিছু করতে চান শান্ত। তিনি বলেন, ‘নতুন একটা প্রতিপক্ষ, নতুন একটা কন্ডিশনে খেলা। আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে। এই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারে, তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছু হবে। কিন্তু আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি।’