images

স্পোর্টস / ক্রিকেট

যে কারণে ছয় মাসের মাথায় পাকিস্তানের কোচের পদ ছাড়েন কারস্টেন

স্পোর্টস ডেস্ক

১৬ জুন ২০২৫, ০৩:১২ পিএম

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যের কোচ গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার গত বছর নিয়োগ পেয়েছিলেন পাকিস্তান দলের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ হিসেবে। তবে মাত্র ছয় মাসের মাথায় দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি। এবার এক সাক্ষাৎকারে কারস্টেন জানালেন, কেন এত অল্প সময়েই পদ ছাড়তে হল তাঁকে।

উইজডেন পডকাস্টে কথা বলতে গিয়ে কারস্টেন বলেন, "দায়িত্ব নেওয়ার কয়েক মাস ছিল খুবই অস্থির। আমি দ্রুত বুঝে গিয়েছিলাম, আমার খুব একটা প্রভাব থাকছে না। আমাকে যখন দল নির্বাচনের কাজ থেকে সরিয়ে শুধু মাঠে দল নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়, তখন কোচ হিসেবে ইতিবাচক প্রভাব রাখাটা কঠিন হয়ে পড়ে।"

কারস্টেন আরও বলেন, "যখন আপনি দল গড়তে পারবেন না, তখন সেটা আর আপনার দল থাকে না। এই অবস্থায় কাজ করাটা অর্থহীন হয়ে দাঁড়ায়।"

গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে আইপিএলে কাজ করা কারস্টেন জানান, তিনি পাকিস্তান দলে আবারও কাজ করতে রাজি আছেন, তবে সঠিক পরিবেশ আর যথাযথ নিয়ন্ত্রণ থাকলেই কেবল। বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, "কালকে যদি পাকিস্তান আমাকে ডাকে, আমি যেতে রাজি। তবে আমি যেতে চাই খেলোয়াড়দের জন্য, কোনো বাইরের প্রভাব ছাড়া। একটা ক্রিকেট দলকে পরিচালনা করতে হলে সেটা করতে হবে ক্রিকেটের মানুষদের দিয়ে। বাইরের চাপ যখন এত বেশি থাকে, তখন দলের ভেতরের নেতারা নিজেদের লক্ষ্যের পথে হাঁটতে পারে না।"

তিনি বলেন, "আমি এখন বয়সে অনেকটাই বড়, বাইরের এজেন্ডা নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি শুধু ক্রিকেট দলকে কোচ করতে চাই, খেলোয়াড়দের নিয়ে কাজ করতে চাই। পাকিস্তানি খেলোয়াড়দের আমি খুব পছন্দ করি- ওরা দারুণ মানুষ। ওদের সঙ্গে আমার সময়টা খুব কম ছিল, কিন্তু তাদের জন্য আমি এখনো অনুভব করি।"

কারস্টেন বলেন, "ওরা যখন হারে, সেটা ভীষণভাবে অনুভব করে, ওদের জন্য পরিস্থিতি খুবই কঠিন হয়ে যায়। তবে ওরা পেশাদার ক্রিকেটার, আর আমি পেশাদার কোচ। পরিবেশ ঠিক থাকলে, কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করলেই দল ভালো করতে পারে। যদি প্রতিভাবান একটি দল পান এবং কাজ করার স্বাধীনতা থাকে, তাহলে সফলতা আসবেই।"

দায়িত্বে থাকাকালে পাকিস্তান দলের জন্য সময়টা সহজ ছিল না। তবে গ্যারি কারস্টেনের কথায় স্পষ্ট, প্রভাবশালী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকলে সফলতা সম্ভব নয়। এখন দেখার বিষয়, ভবিষ্যতে আবার পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত হন কি না এই অভিজ্ঞ কোচ।