images

স্পোর্টস / ক্রিকেট

কলম্বোতে ভারত-পাকিস্তান লড়াই

স্পোর্টস ডেস্ক

১৬ জুন ২০২৫, ০১:১৭ পিএম

মাত্র মাসখানেক আগেই উপমহাদেশে উত্তেজনার পারদ চড়েছিল যুদ্ধের সম্ভাবনায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ভারত ও পাকিস্তান, তখন যেন পরস্পরের মুখোমুখি এক সম্ভাব্য সংঘাতে। রাজনৈতিক টানাপোড়েনের সেই আঁচ এখন কিছুটা স্তিমিত হলেও, এক ভিন্ন ময়দানে আবার মুখোমুখি হচ্ছে তারা ক্রিকেট মাঠে। আর এই লড়াইয়ের মঞ্চ হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। 

৫ অক্টোবর কলম্বোতে, দেখা হবে হারমানপ্রীত কৌর ও নিদা দারদের। রাজনৈতিক টানাপোড়েন মাথায় রেখে ২০২৫ বিশ্বকাপে প্রথমবারের মতো নারী ক্রিকেটেও আসছে 'হাইব্রিড মডেল'।

এর ফলে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। ভারতের খেলোয়াড়দেরও তাই পাকিস্তানের মুখোমুখি হতে সফর করতে হবে লঙ্কাদ্বীপে। বিশ্বকাপের এই আয়োজন যৌথভাবে করছে ভারত ও শ্রীলঙ্কা। আট দলের এই আসরে থাকবে রাউন্ড-রবিন ফরম্যাট, যেখানে প্রতিটি দল খেলবে অন্য সব দলের সঙ্গে।

সেমিফাইনাল দুটি হবে ২৯ ও ৩০ অক্টোবর, নির্ভর করবে পাকিস্তান কোয়ালিফাই করে কি না তার ওপর। ফাইনালের দিন ঠিক হয়েছে ২ নভেম্বর, ভেন্যু হতে পারে বেঙ্গালুরু অথবা কলম্বো।