স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ০৪:০৭ পিএম
প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে ২৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিসি ট্রফি জিতেছে দক্ষিণ আফ্রিকাও। সব মিলিয়ে খোশ মেজাজে রয়েছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। এই প্রেক্ষাপটেই নিজের আইপিএল ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালসের (তৎকালীন দিল্লি ডেয়ার ডেভিলস) হয়ে খেলার সময় ড্রেসিংরুমে ছিল বিষাক্ত পরিবেশ।
এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, ‘তাঁদের নাম বলতে চাই না। তবে তাঁরা চাইলে আগুন জ্বালিয়ে দিতে পারতেন। তাঁদের জন্যই দিল্লি সমস্যায় পড়েছিল। অনেক বিষাক্ত চরিত্র ছিল দলে। তিন বছর খুবই সমস্যার মধ্যে ছিলাম। দিল্লি দলে তেমন কেউই আমার পাশে ছিল না। দলে কয়েক জন বড় ক্রিকেটারও ছিলেন। সবটাই খারাপ ছিল, বলছি না। কিছু ভাল, কিছু খারাপ ছিল। তিক্ত অভিজ্ঞতাগুলো আমার স্পষ্ট মনে রয়েছে।’
তবে সবটাই যে খারাপ ছিল, তা মানেন না ভিলিয়ার্স। তাঁর কথায়, ‘কিছু ভালোও ছিল। গ্লেন ম্যাকগ্রা ও ড্যানিয়েল ভেট্টরির মতো কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। ওরাই আমার নায়ক ছিল। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ম্যাকগ্রার মুখোমুখি হয়েছিলাম। তখন তাঁর বল খেলার সময় দম বন্ধ হয়ে এসেছিল আমার! এরপর ২০০৮ সালে দিল্লির ড্রেসিংরুমে ওর পাশে বসেছিলাম, ও আমার ব্যাটিংয়ের প্রশংসা করেছিল। বিশ্বাসই করতে পারিনি।’
আইপিএলের প্রথম তিন মৌসুমে, অর্থাৎ ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত দিল্লির হয়েই খেলেছেন এবি ডিভিলিয়ার্স। দিল্লির জার্সিতে ২৮টি ম্যাচে তিনি করেছেন ৬৭১ রান। রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান।