স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
ক্রিকেট ইতিহাসের সেরা কিছু নাম নিয়ে ২১ শতকের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং গ্রেট কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ম্যাথিউ হেইডেন। আকর্ষণীয় এই বাছাইয়ে ওপেনার, মিডল অর্ডার, স্পিনার ও পেসার- সব বিভাগেই রাখা হয়েছে নির্দিষ্ট ক্যাটাগরি।
টস জিতে আগে পছন্দ করার সুযোগ পান হেইডেন। এক নম্বরেই বেছে নেন ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনারদের একজন- শেন ওয়ার্নকে। জবাবে উইলিয়ামসন শুরুতেই বেছে নেন হেইডেনকেই, সঙ্গে ভারতীয় বিধ্বংসী ওপেনার বীরেন্দর শেবাগকেও।
আরও পড়ুন- ফাইনালে হেরে অস্ট্রেলিয়া দলে জায়গা হারাতে চলেছেন তারকা ক্রিকেটার
আরও পড়ুন- ফাইনালে হেরে অস্ট্রেলিয়া দলে জায়গা হারাতে চলেছেন তারকা ক্রিকেটার
নিজের একাদশের ওপেনিং জুটিতে হেইডেন বেছে নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালেস্টার কুক এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। ৩ ও ৪ নম্বর পজিশনের ব্যাটার হিসেবে উইলিয়ামসন বেছে নিয়েছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং এবং শচীন টেন্ডুলকারকে। আর হেইডেন এই দুই পজিশনের জন্য রেখেছেন ব্রায়ান লারা ও জ্যাক ক্যালিসকে।
বোলিং আক্রমণ সাজাতে উইলিয়ামসন বেছে নেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা এবং শ্রীলঙ্কার মুরালিধরনকে। হেইডেন তার মিডল অর্ডার মজবুত করতে আনেন ভারতের বিরাট কোহলি ও ভিভিএস লক্ষ্মণকে। উইকেটকিপার হিসেবে উইলিয়ামসনের পছন্দ ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হেইডেন বরাবরের মতোই ভরসা রাখেন নিজের দেশীয় কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের ওপর।
পাঁচ নম্বরে উইলিয়ামসনের পছন্দ স্টিভ স্মিথ, এরপর তিনি দলে নেন এবি ডি ভিলিয়ার্সকেও। হেইডেন নিজের পেস আক্রমণ সাজাতে দলে আনেন প্যাট কামিন্স এবং সাবেক গতিতারকা ব্রেট লিকে। একাদশ সম্পূর্ণ করতে হেইডেন বেছে নেন ইংল্যান্ডের রেকর্ডধারী পেসার জেমস অ্যান্ডারসনকে। অন্যদিকে উইলিয়ামসন তার একাদশ শেষ করেন পাকিস্তানের ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতারকে নিয়ে, সাথে আছেন কিংবদন্তি প্রোটিয়া পেসার ডেল স্টেইনও। হেইডেনের একাদশে কোহলি জায়গা পেলেও উইলিয়ামসনের একাদশে জায়গা হয়নি ভারতীয় এই কিংবদন্তির।
কেন উইলিয়ামসনের বেছে নেওয়া ২১ শতকের সেরা টেস্ট একাদশ:
ম্যাথিউ হেইডেন, বীরেন্দর শেবাগ, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, ডেল স্টেইন, শোয়েব আখতার, গ্লেন ম্যাকগ্রা, মুরালিধরন।
ম্যাথিউ হেইডেনের বেছে নেওয়া ২১ শতকের সেরা টেস্ট একাদশ:
অ্যালেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, প্যাট কামিন্স, ব্রেট লি, জেমস অ্যান্ডারসন।