স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ০৩:০৮ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল এখন আছে শ্রীলঙ্কা সফরে। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। আগামী মঙ্গলবার গলে প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এ ম্যাচের আগে গুঞ্জণ শোনা যাচ্ছে নাজমুল হোসেন শান্তর ওপেনিংয়ে খেলা নিয়ে। তবে ম্যাচের আগে এ বিষয়ে কোনো কথাই বলতে চান না টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।
এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি সিমন্স। তিনি পরের প্রশ্ন জিজ্ঞেস করতে বলেন সাংবাদিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দলের কম্বিনেশন কেমন হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এখনও কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাববো। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। কাল আবার দেখা বুঝতে পারব।'
এদিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। তখন পর্যন্ত তিনিই ছিলেন বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। তবে এরপরই এয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শান্তকে, সে জায়গায় নেতৃত্বে আনা হয় মেহেদী মিরাজকে।
শান্তকে এমন হঠাত অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া খেলায় কোনো প্রভাব ফেলবে কি না এ বিষয়ে সিমন্স বলেন, 'আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। পিচে গিয়ে তার কাজ ক্রিকেট খেলা। অন্য সব ভাবনা খেলার পরে। তাই আমি মনে করি এটা তার ক্রিকেটে প্রভাব ফেলবে না।'