স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ০১:৪৬ পিএম
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরুর আর মাত্র দুই দিন বাকি। এই সময় জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রোববার দলের প্রধান কোচ ফিল সিমন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থর জন্য মিরাজ প্রথম অনুশীলন সেশনে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে মিরাজের ভূমিকা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গলের স্পিনবান্ধব উইকেটে। তার অসুস্থতার কারণে দলের একাদশ গঠনে জটিলতা দেখা দিয়েছে।
প্রশিক্ষণ শেষে সিমন্স সাংবাদিকদের বলেন, ‘মিরাজ গত কয়েক দিনে অনেকটা সুস্থ হয়েছে। ওষুধ নেওয়ার পর আজ সন্ধ্যায় তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। আশা করছি, আগামীকাল অনুশীলনে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’
মিরাজ খেলতে না পারলে স্পিন বিভাগে বড় ধাক্কা লাগতে পারে। তাইজুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে স্পিন আক্রমণের নেতৃত্ব দেন মিরাজ। তার বদলি হিসেবে কে খেলবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিমন্স বলেন, ‘একজনের সমস্যা অন্য কারও জন্য সুযোগ তৈরি করতে পারে। মিরাজ না খেললে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে।’
দলের একাদশ এখনো চূড়ান্ত হয়নি। সোমবার মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে গলের উইকেটের কন্ডিশন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই টেস্ট সিরিজ, যার মাধ্যমে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে।