images

স্পোর্টস / ফুটবল

ইসরায়েল-ইরান সংঘাত, বিপাকে তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক

১৫ জুন ২০২৫, ১১:০১ এএম

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার জেরে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। ইসরায়েলি বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানে হামলা চালাচ্ছে, আর ইরান পাল্টা জবাব দিচ্ছে ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের মাধ্যমে। এই সংঘাতের কারণে তেহরানের আকাশপথ বন্ধ থাকায় তারেমি ইরান থেকে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

ইন্টার মিলান এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ বছর বয়সী তারেমি নিরাপদ স্থানে থাকলেও তাঁকে স্থলপথে যুক্তরাষ্ট্রে আনার ঝুঁকি নিতে চায় না ক্লাব। তারেমি সম্প্রতি ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে তেহরানে ফিরেছিলেন। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ে তিনি একটি গোল করেন। কিন্তু ইসরায়েলের হামলার কারণে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট বাতিল হওয়ায় তিনি লস অ্যাঞ্জেলেসে দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

আজ ভোরে বাংলাদেশ সময় সকালে লিওনেল মেসির ইন্টার মিয়ামির ও আল আহলির ম্যাচ দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছে। ইন্টার মিলান মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকালে) মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে খেলবে। তবে তারেমি এই ম্যাচে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে ক্লাব।

ইরানে বিমান চলাচল স্বাভাবিক না হলে তারেমি ইন্টারের পরের ম্যাচগুলো (২১ ও ২৫ জুন) মিস করতে পারেন। তাঁর অনুপস্থিতিতে দলের অন্য দুই তারকা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ ও মার্কাস থুরামকে বাড়তি দায়িত্ব নিতে হবে।

গত বছর এফসি পোর্তো থেকে ইন্টারে যোগ দেওয়া তারেমি এখন পর্যন্ত ৩ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন। তবে বেশির ভাগ ম্যাচেই তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন।