images

স্পোর্টস / ফুটবল

পয়েন্ট হারিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু মেসির

স্পোর্টস ডেস্ক

১৫ জুন ২০২৫, ০৯:৪৫ এএম

ক্লাব বিশ্বকাপের মঞ্চ। একপাশে আফ্রিকার গর্ব আল আহলি, অন্যপাশে যুক্তরাষ্ট্রের আলোচিত ক্লাব ইন্টার মিয়ামি। আর মাঝখানে ফুটবল রূপকথার রাজপুত্র লিওনেল মেসি। তবুও গোলের দেখা মিললো না, বিশ্বকাপ যাত্রা শুরু হলো এক উত্তেজনাপূর্ণ গোলশূন্য ড্র দিয়ে। 

ম্যাচের ফলাফল না জমলেও লড়াই জমিয়ে তুলেছিল দুই দলই। ম্যাচের সবচেয়ে বড় সুযোগ এসেছিল আল আহলির সামনে। প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল আফ্রিকান জায়ান্টরা। তবে গোলকিপার অস্কার উস্তারির দুর্দান্ত দক্ষতায় হতাশ হতে হয় ট্রেজেগেটকে। প্রথম ৪৫ মিনিটে একাই চারটি সেভ করে মিয়ামিকে ম্যাচে টিকিয়ে রাখেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

অন্যদিকে ইন্টার মিয়ামির হয়ে শুরু থেকেই মাঠে নামেন লিওনেল মেসি। প্রথমার্ধে ছিলেন কিছুটা নিষ্প্রভ। তবে বিরতির পর ছন্দে ফেরেন তিনি। ফ্রি কিক থেকে হেড করে জালের দেখা পেতে যাচ্ছিলেন, কিন্তু আল আহলি গোলরক্ষক কর্নারের বিনিময়ে সেই শট রক্ষা করেন। স্টপেজ টাইমেও একটি জোরালো শট নেন মেসি, তবে বল গিয়ে আঘাত করে বারে।

ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্সের জন্য মূল কৃতিত্ব অবশ্যই গোলরক্ষক উস্তারির। ৪৬ মিনিটে আল আহলির পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এরপর পারফরম্যান্সেই হতাশার দিনে কিছুটা স্বস্তি পেয়েছে ইন্টার মিয়ামি।

অন্যদিকে, মাঠের পারফরম্যান্সে না জমলেও গ্যালারিতে ছিল জমজমাট উপস্থিতি। উদ্বোধনী ম্যাচে দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কা থাকলেও, কিক-অফের আগেই হার্ড রক স্টেডিয়ামে হাজির হন ৬০ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী। ফলে ফিফা আয়োজকদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে।

ইন্টার মিয়ামির সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ। ‘এ’ গ্রুপের পরবর্তী ম্যাচে ১৯ জুন তারা মুখোমুখি হবে ইউরোপিয়ান জায়ান্ট এফসি পোর্তোর। এরপর পালমেইরাস। কঠিন পথ পাড়ি দিয়ে সামনের দিকে এগোতে হবে।