স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। অজিদের হারিয়ে আজ শিরোপাও জিতে নিয়েছে দলটি। তবে প্রোটিয়াদের ফাইনালে খেলা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে নিজেদের ইতিহাসে প্রথম আইসিসি টুর্নামেন্ট জিতে এসব সমালোচনার জবাব দিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছুতে অস্ট্রেলিয়া খেলেছে ১৯টি ম্যাচ। এর মধ্যে আছে ভারত-ইংল্যান্ডের মত বড় দলের বিপক্ষে খেলাও। তবে ১২ ম্যাচ খেলে ফাইনালে যাওয়া প্রোটিয়ারা বড় দল বলতে খেলেছে কেবল ভারত-পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলেছে দক্ষিণ আফ্রিকা।
এসব কারণেই প্রোটিয়াদের ফাইনালে খেলা নিয়ে সমালোচনা হয় প্রচুর। তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন বাভুমা। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আমরা একটা দল হিসেবে নিজেদের ফাইনালে তুলেছি। আমরা যে পথ বেছে নিয়েছিলাম, তা নিয়ে (অনেকের) সংশয় ছিল, বলা হচ্ছিল আমরা দুর্বল দলগুলোর সঙ্গে খেলেছি। আমরা খুশি যে, এই ধরনের পারফরম্যান্স দেখাতে পেরেছি এবং আশা করি, অমন ধারণা পাল্টে যাবে।”
টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপ জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার সবাই একত্রিত হতে পারেন জানিয়ে বাভুমা আরও বলেন, “আমি মনে করি দেশ হিসেবে আমাদের জন্য এখানে একটি সুযোগ... মাঝে মধ্যে আমরা যতই বিভক্ত থাকি না কেন, সব ভুলে গিয়ে এই মুহূর্তটি উপভোগ করি এবং সবাই এক হই। আমি নিশ্চিত যে, দেশের মানুষ আমাদের সঙ্গে এই সাফল্য উদযাপন করবে। আমরাও ব্যাপকভাবে উদযাপন করব।”
এদিকে ফাইনালে অজিদের বিপক্ষে এই ম্যাচে লর্ডসে সমর্থকদের দারুণ সহায়তা পেয়েছে প্রোটিয়ারা। চারদিন জুড়েই ক্রিকেটারদের তুমুল সমর্থন জুগিয়েছেন প্রোটিয়া ক্রিকেটপ্রেমীরা। এ ব্যাপারে বাভুমা বলেন, “বিশেষ কয়েকটি দিন ছিল। গ্যালারিতে যত সমর্থন আমরা পেয়েছি, একপর্যায়ে মনে হচ্ছিল, আমরা দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছি। আমরা কঠোর প্রস্তুতি নিয়েছি, এই মুহূর্তের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। অনেক আত্তবিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি। আমরা খুশি যে, এই ধরনের ফলাফল পেতে যথেষ্ট ভালো খেলতে পেরেছি।”