images

স্পোর্টস / ফুটবল

ডাকাতির অভিযোগ, বিশ্বকাপে খেলা অনিশ্চিত আর্জেন্টাইন তারকার

স্পোর্টস ডেস্ক

১৪ জুন ২০২৫, ১১:২৫ এএম

বৈশ্বিক ফুটবল মানচিত্রে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের নাম মানেই ইতিহাস আর গৌরবের প্রতিচ্ছবি। প্রতিবারই তারা মাঠে নামে আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়া একটি দল নিয়ে। তবে চলতি ক্লাব বিশ্বকাপে নিজেদের রক্ষণভাগে বড় ধাক্কা খেল দলটি, কারণ ভিসা জটিলতায় অংশ নিতে পারছেন না দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আয়রটন কস্তা।

২৫ বছর বয়সী কস্তা ছিলেন ক্লাবের রক্ষণভাগে নির্ভরতার প্রতীক। তবে দুটি মামলায় অভিযুক্ত থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। ফলে আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ হারালেন এই প্রতিভাবান আর্জেন্টাইন।

আগামী সোমবার পর্তুগিজ জায়ান্ট বেনফিকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বোকা জুনিয়র্স। সপ্তাহখানেক আগে রোববার মিয়ামির উদ্দেশে যাত্রা করে পুরো দল। কিন্তু তখনও ভিসা প্রক্রিয়াধীন থাকায় দলের সঙ্গে ছিলেন না কস্তা। পরবর্তীতে বুধবার রাতে তার যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে জানা যায় দ্বিতীয়বারের মতো মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আয়রটন কস্তার বিরুদ্ধে রয়েছে দুটি বিচারাধীন মামলা। ২০১৮ সালে রাজধানী বুয়েনোস আইরেসের কাছাকাছি বেরনাল এলাকায় একটি ডাকাতির ঘটনায় তার নাম উঠে আসে। অন্যদিকে, একটি লিঙ্গ ভিত্তিক সহিংসতা সংক্রান্ত হত্যাকাণ্ডের মামলায় মূল অভিযুক্ত তার ভাই হলেও, কস্তার নাম রয়েছে একজন সহযোগী হিসেবে।

এই মামলাগুলোর কোনোটিরই এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ ‘নিরাপত্তাজনিত উদ্বেগ’ থেকে তার ভিসা প্রত্যাখ্যান করেছে বলে জানা যায়। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, 'আমরা আশা করেছিলাম শেষ মুহূর্তে ভিসা মিলে যাবে, কিন্তু সেটি সম্ভব হয়নি। আয়রটন আমাদের পরিকল্পনায় ছিলেন। তার অনুপস্থিতি আমাদের রক্ষণে প্রভাব ফেলবে।'